আন্দোলনরত কৃষকরা বিরিয়ানি খেয়ে বার্ড ফ্লু ছড়াচ্ছে, অভিযোগ বিজেপি বিধায়কের

অনলাইন ডেস্ক, ১০ জানুয়ারি।। দিল্লির বিক্ষোভরত কৃষকদের নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি বিধায়ক মদন দিলাওয়ার। রাজস্থানের রামগঞ্জের এই বিজেপি বিধায়ক বলেন, আন্দোলনরত কৃষকরা বিরিয়ানি খেয়ে দিল্লিতে বার্ড ফ্লু ছড়াচ্ছেন। কৃষকদের এই বিরিয়ানি দিয়ে যারা সাহায্য করছে তারা জঙ্গি, চোর, ডাকাত। রবিবার এই বিজেপি বিধায়ক কড়া ভাষায় কৃষকদের আক্রমণ করেন।

তিনি বলেন, কৃষকরা দেশের মানুষের সুবিধা-অসুবিধা, সমস্যা নিয়ে আদৌ কোনও রকম চিন্তাভাবনা করেন না। আসলে ওই সমস্ত কৃষকরা দিল্লিতে পিকনিক করতে এসেছেন। ওনারা বিরিয়ানি খেয়ে মজা করছেন। খাচ্ছেন কাজুবাদাম। জীবনটা উপভোগ করছেন। তাঁরা নিয়মিত পোশাক বদল করছেন। হতে পারে এই কৃষকদের মধ্যে লুকিয়ে আছে আছে চোর, ডাকাত, জঙ্গি। তারা আবার কৃষকদের শত্রু হতে পারে।

ওই বিজেপি বিধায়ক আরও বলেন, তাঁর মনে হয় সরকার যদি কয়েকদিনের মধ্যেই ওই সমস্ত কৃষকদের সরিয়ে না দেয় তাহলে দিল্লিতে বার্ড ফ্লুর বড় ধরনের সংক্রমণ ঘটতে পারে। যথারীতি দিলওয়ারের এই মন্তব্যের কড়া সমালোচনা করেছে কংগ্রেস। রাজস্থান প্রদেশ কংগ্রেস সভাপতি গোবিন্দ সিংহ দোতাসারা টুইট করেন, মদনের লজ্জা হওয়া উচিত। যারা মানুষের মুখে অন্ন জোগায় তাদেরকে আপনি বলছেন যে পিকনিক করতে এসেছেন। ওই কৃষকরা নাকি বার্ড ফ্লু ছড়াচ্ছেন। এই ধরনের মন্তব্যে আসলে বিজেপির নিচ মানসিকতার প্রকাশ পাচ্ছে।

উল্লেখ্য, দেড় মাসেরও বেশি সময় ধরে পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ ও রাজস্থানের কৃষকরা দিল্লিতে আন্দোলন করছেন। দেশের প্রায় সব বিরোধী দলই এই আন্দোলনের পাশে এসে দাঁড়িয়েছে। এমনকি অনেক স্বেচ্ছাসেবী সংস্থাও কৃষকদের সাহায্যে এগিয়ে এসেছে। কৃষকরা দাবি করেছেন, মোদি সরকারের তৈরি তিন কৃষি আইন বাতিল করতে হবে। ইতিমধ্যেই এই আইন নিয়ে কৃষক প্রতিনিধিদের সঙ্গে সরকারের আট দফা আলোচনা হয়েছে। কিন্তু সমাধান সূত্র অধরা। ১৫ জানুয়ারি ফের বৈঠক হওয়ার কথা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?