এইদিন বিকালে অনুষ্ঠিত হবে বসে আঁকো প্রতিযোগিতা।অঙ্কন প্রতিযোগিতায় তিনটি বিভাগে ক্ষুদে অঙ্কন শিল্পীরা অংশ গ্রহণ করবে। এইদিন ছবি ও কবিতা উৎসবের উদ্ধোধনি অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ বলেন রাজ্যের হজাগিরি নৃত্য বর্তমানে আন্তর্জাতিক স্তরে প্রশংসিত। বিভিন্ন রাজ্য ও দেশ থেকে এই নৃত্য পরিবেশনের জন্য আমন্ত্রণ আসে। রাজ্যের সংস্কৃতির বিকাসে অসংখ্য সংস্থা কাজ করে যাচ্ছে নিরবচ্ছিন্ন ভাবে। রাজ্য সরকারের উদ্যোগে বই মেলার আয়োজন করা হয়। সেই বই মেলায় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা থাকে।