রবিবার কার্নালে বিজেপির পক্ষ থেকে ‘কিষাণ মহাপঞ্চায়েত’ এর আয়োজন করা হয়েছিল। এখানে এসেই কৃষকদের কেন্দ্রের নয়া তিন কৃষি আইন সম্পর্কে বোঝানোর কথা ছিল হরিয়ানার মুখ্যমন্ত্রী। নির্ধারিত সময়ে তিনি রওনাও হয়ে যান কার্নালের ওই সভাস্থলের উদ্দেশে। কিন্তু তিনি আসার ঠিক আগে সভাস্থলের কাছে একটি মাঠে বিক্ষোভ দেখাতে থাকেন আইন বিরোধী কৃষকরা। ফলে সেখানে নামতেই পারেনি মুখ্যমন্ত্রীর চপার। ফলে ভেস্তে যায় সভা।
পরে সভাস্থলে পুলিশের সঙ্গে সংঘর্ষও বাঁধে বিক্ষোভকারীদের। কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। বিক্ষোভকারীরা কার্যত লণ্ডভণ্ড করেন সভাস্থল। তবে বিক্ষোভকারী কৃষকরা আগেই জানিয়েছিলেন, তাঁরা সেখানে মুখ্যমন্ত্রীকে আসতে দেবেন না। ফলে আগাম পুলিশি ব্যবস্থাও করা হয়েছিল কিন্তু শেষ রক্ষা হল না।
তবে মনোহর লাল খট্টর সভা বাতিলের পর বলেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতির কথা ভেবে তিনি ফিরে আসেন। ওই প্রতিবাদ কংগ্রেসের চক্রান্ত। এভাবে গণতন্ত্র চলে না। আমরা কাউকে কথা বলতে, প্রতিবাদ করতে বাধা দিই না। আমাদেরও মত প্রকাশের অধিকার আছে। কৃষকরা এভাবে বিক্ষোভ দেখান না’।