স্টাফ রিপোর্টার, আগরতলা, ১০ জানুয়ারি।। মাথা ন্যাড়া করে রাজ্য শিক্ষা দপ্তরকে তীব্র প্রতিবাদ জানালো চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা। শনিবার সন্ধ্যায় জে এম সি ১০,৩২৩ শিক্ষক সংগঠনের এক শিক্ষিকার আত্মহত্যার পর চাকরিচ্যুত শিক্ষকেরা আরো বেশি তেজী মনোভাবের সাথে প্রতিবাদে সামিল হয়। এদিন রাত নয়টা নাগাদ গণ অবস্থানস্থলে বসে তিন শিক্ষক মাথা ন্যাড়া করে। সে শিক্ষকেরা হলেন প্রবীর দেববর্মা, সুকুচরণ দেববর্মা এবং বানককুমার দেববর্মা। তারা সকলে সিপাহীজলা বাসিন্দা। পাশাপাশি তিন শিক্ষিকাও মাথার চুল আংশিক কেটে প্রতিবাদ জানান।
শিক্ষিকারা হলেন ফুলশ্রী দাস, সুনিতা চৌধুরী এবং শিখা সরকার। তাদের বক্তব্য, সরকার অন্ধ, বধির হয়ে আছে। তাই তাদের মাথা ন্যাড়া করে সরকারের প্রতি ঘৃণ্য প্রতিবাদ জানাতে হচ্ছে। তবে যতদিন না পর্যন্ত স্থায়ী সমাধান হবে ততদিন আন্দোলন অব্যাহত থাকবে। এবং ধারাবাহিকভাবে কর্মসূচিও পরিবর্তন ঘটবে বলে জানান। যার সরকারের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।