অনলাইন ডেস্ক, ১০ জানুয়ারি।। মার্কিন গণতন্ত্রের মন্দির ক্যাপিটল হিলে হিংসায় মদত দেওয়ার অভিযোগে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পাকাপাকিভাবে ব্লক করেছে টুইটার। ট্রাম্পের বিদায়ের ফলে এই মুহূর্তে গোটা বিশ্বে ‘মোস্ট ফলোড’ সক্রিয় রাজনীতিবিদ হিসাবে চিহ্নিত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ব্লক হওয়ার আগে টুইটারে ট্রাম্পের ফলোয়ার ছিল ৮৮.৭ মিলিয়ন মানুষ। তুলনায় মোদির ফলোয়ার ছিল ৬৪.৭ মিলিয়ন মানুষ। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার টুইটারে ফলোয়ারের সংখ্যা ১২৭.৯.মিলিয়ন মানুষ। কিন্তু ওবামা এই মুহূর্তে আর সক্রিয় রাজনীতিতে নেই। প্রেসিডেন্ট পদ থেকে সরে যাওয়ার সঙ্গে সঙ্গেই সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ান তিনি।
আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের টুইটার ফলোয়ারের সংখ্যা ২৩.৩ মিলিয়ন। বাইডেনের তুলনায় ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ফলোয়ারের সংখ্যা বেশি। অমিত শাহকে ফলো করেন ২৪.২ মিলিয়ন মানুষ। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ফলোয়ারের সংখ্যা ২১.২ মিলিয়ন। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের উস্কানি মূলক মন্তব্যের পর বুধবার ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে হামলা করে ট্রাম্প ভক্তরা। ওই হামলার ঘটনায় ৫ জনের মৃত্যু হয়।
গোটা বিশ্ব বেনজির এই হিংসার ঘটনার নিন্দায় সরব হয়েছে। ওই ঘটনার পরেই ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল। কিন্তু ট্রাম্পের সরাসরি উস্কানিতে তাঁর সমর্থকরা ফের হিংসাত্মক আচরণ করায় ট্রাম্পের অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টুইটার। টুইটারের পক্ষ থেকে জানানো হয়েছে, হিংসায় মদত দেওয়ার কারণে ট্রাম্পের অ্যাকাউন্টকে স্থায়ীভাবে সাসপেন্ড করা হচ্ছে।