অতিমারীর আবহে গত ৯ মাস বন্ধ থাকার পর গত ৩ জানুয়ারি ভক্তদের জন্য খুলে যায় জগন্নাথ মন্দির। প্রসঙ্গত, গত ২৩ ডিসেম্বর থেকে ধাপে ধাপে মন্দিরের নির্দিষ্ট সংখ্যক সেবায়েতের বাইরে অন্য ভক্তদের প্রবেশের ছাড়পত্র দেওয়া হচ্ছে।
প্রথমে শুধু সেবায়েতদের পরিজনকে ঢুকতে দেওয়া হচ্ছিল। এর পরে ২৬ ডিসেম্বর থেকে পুরীর বাসিন্দারাও বিভিন্ন ওয়ার্ড থেকে পর্যায়ক্রমে দর্শনের সুযোগ পান। কিন্তু ৩ জানুয়ারি থেকে পুরীর বাইরের সাধারণ দর্শকদেরও মন্দিরে ঢোকার অনুমতি দেওয়া হয়।
গত মার্চে কোভিড-আবহে দেশের বেশির ভাগ ধর্মস্থানের আগেই দর্শন বন্ধ করে জগন্নাথ মন্দির। গত বছর স্নানযাত্রা, রথযাত্রা থেকে কার্তিক পূর্ণিমার ব্রতের মাসখানেক কোনও ভক্তকে মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি। কিন্তু জগন্নাথদেবের সব আচার-অনুষ্ঠান শৃঙ্খলার সঙ্গেই সম্পন্ন হতে দিয়েছেন মন্দির কর্তৃপক্ষ।
পুরীর বাসিন্দারাও এই পর্বে তাদের সর্বতো ভাবে সাহায্য করেছে বলে স্থানীয় প্রশাসনের দাবি। তবে পুরীতে বাইরে থেকে ভক্ত সমাগম শুরুর সঙ্গে সঙ্গে মন্দির-নগরীতে কোভিড-বিধি মেনে চলায়ও জোর দেওয়া হবে বলে জানিয়েছে মন্দির কমিটি।