আত্মঘাতী শিক্ষিকাকে শ্রদ্ধা জানাতে মৃতদেহ হস্তান্তর না করার প্রতিবাদে রাজপথ অবরোধ ১০৩২৩ এর

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১০ জানুয়ারি।। পারিবারিক বিষয় নিয়ে আত্নঘাতী হওয়া শিক্ষিকার মৃতদেহ নিয়ে আন্দোলন তেজি করার অপ প্রয়াস। রাজধানীর সিটি সেন্টারের সামনে দীর্ঘ দিন ধরে চাকুরিতে স্থায়ী সমাধানের জন্য গনঅবস্থান চালিয়ে আসছে চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা। এরই মধ্যে সম্পূর্ণ পারিবারিক বিষয় নিয়ে খোয়াইতে রাবার প্রসেসিং -এর এসিড খেয়ে আত্মহত্যার পথ বেছে নেয়  রুমি দেববর্মা নামে এক শিক্ষিকা। রাজধানীর আইএলএস হাসপাতালে শনিবার রাতে ঐ শিক্ষিকার মৃত্যু হয়। তারপরই গনঅবস্থানরত শিক্ষক শিক্ষিকারা আন্দোলন তেজি করে সরকারের দিকে আঙ্গুল তুলে। কিন্তু বাস্তবে রুমি দেববর্মা আত্মহত্যার আগে যে সুইসাইট নোট লিখে গিয়েছেন তা এক প্রকার গনঅবস্থানরত শিক্ষক শিক্ষিকাদের মুখে চুন কালী মেখে দিল।

কারন রুমি দেববর্মার মৃত্যুর পর সরকারের দিকে আঙ্গুল তুলে শনিবার রাতে মাথা ন্যাড়া করে শিক্ষক-শিক্ষিকারা প্রতিবাদে সামিল হয়। মৃত শিক্ষিকা রুমি দেববর্মার স্বামীও একজন ১০৩২৩-এর শিক্ষক। রুমি দেববর্মা তার লেখা সুইসাইড নোটে মৃত্যুর কারন হিসাবে লিখেছেন স্বামীর অপর মহিলার সাথে অবৈধ সম্পর্ক। রুমি দেববর্মা তার সুইসাইড নোটে চাকুরি হারানোর ফলে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে কিছু উল্লেখ করেন নি। ৫ পাতার সুইসাইড নোট থেকে তা স্পষ্ট। এই বিষয়টি প্রকাশ্যে আসার পর গনঅবস্থানরত শিক্ষক শিক্ষিকারা নিজেদের লজ্জা ঢাকতে নয়া কৌশল অবলম্বন করে রবিবার।

রুমি দেববর্মার মৃতদেহ নিয়ে তারা আন্দোলন করতে উদ্যত হয়ে পরে। রবিবার যখন রুমি দেববর্মার মৃতদেহ প্রশাসনের উদ্যোগে পরিবারের হাতে তুলে দেওয়া হয়, বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তখনই গনঅবস্থানরত শিক্ষক শিক্ষিকাদের মতিভ্রম ঘটে। তখন তারা মৃতদেহ গণঅবস্থান স্থলে নিয়ে আসতে চায়। প্রশাসন এতে বাধা দান করতেই গনঅবস্থানরত শিক্ষক শিক্ষিকারা গনঅবস্থানস্থল থেকে বেরিয়ে প্যারাডাইস চৌমুহনি এলাকায় রাস্তা অবরোধ করে বসে। নিন্দা জানান আন্দোলনরত শিক্ষক শিক্ষিকারা। পরবর্তী সময় পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠে । পুলিশ তাদের ঘেরাও করে রাখে । তবে পারিবারিক বিষয় নিয়ে আত্মহত্যা করা এক শিক্ষিকার মৃতদেহ নিয়ে গনঅবস্থানরত শিক্ষক শিক্ষিকাদের এই আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?