স্টাফ রিপোর্টার, আগরতলা, ১০ জানুয়ারি।। রবিবার রাজধানীর এক বেসরকারি হোটেলে আগরতলা অবস্টেটিকস এন্ড গাইনোকোলোজিকেল সোসাইটির ৩৪ তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্জলন করে এই সাধারন সভার উদ্ধোধন করেন বিশিষ্ট চিকিৎসক ইলা লোধ। উপস্থিত ছিলেন ৩৪ তম বার্ষিক সাধারন সভা আয়োজক কমিটির সম্পাদক ডাক্তার সোরিস দেববর্মা, বিধায়ক ডাক্তার দিলিপ দাস সহ অন্যান্যরা। এইদিনের সভায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রসুতি ও স্ত্রী রোগ চিকিৎসকরা প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন। ৩৪ তম বার্ষিক সাধারন সভা আয়োজক কমিটির সম্পাদক ডাক্তার সোরিস দেববর্মা সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে এইদিনের বার্ষিক সাধারন সভার উদ্দেশ্য সম্পর্কে জানান।