মোদি টুইট করেন, সোলাঙ্কি ছিলেন সমীহ করার মত একজন নেতা। গুজরাতের উন্নতিতে তাঁর বিশেষ অবদান রয়েছে। রাজ্যের মানুষ তাঁকে সমাজ সেবার জন্য চিরকাল মনে রাখবে। তাঁর মৃত্যুতে আমি গভীর মর্মাহত। দেশ এক কৃতী রাজনীতিবিদকে হারাল। মাধব সিংয়ের পুত্র ভরত সিং সোলাঙ্কির সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী। মোদি এদিন সোলাঙ্কি পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
কংগ্রেসের পক্ষ থেকে সোনিয়া এবং রাহুল গান্ধিও সোলাঙ্কির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। রাহুল বলেছেন, কংগ্রেসের আদর্শ ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় মাধব সিংয়ের অবদান ভোলার নয়। উল্লখ্য, মাধব সিং চারবার গুজরাতের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। ১৯৭৬ থেকে ১৯৯০ পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রী ছিলেন। নরেন্দ্র মোদির পর তিনি সবচেয়ে বেশি দিন গুজরাতের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন।
সোনিয়া, রাহুল ছাড়াও কংগ্রেসের একাধিক নেতা মাধবের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। গুজরাত প্রদেশ কংগ্রেস সভাপতিও এই প্রবীণ নেতার মৃত্যুতে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান।