কৃষক বিক্ষোভের আঁচ হরিয়ানাতেও, পুলিশ-কৃষক খণ্ডযুদ্ধ রণক্ষেত্র কর্নাল

অনলাইন ডেস্ক, ১০ ডিসেম্বর।। দিল্লি ও হরিয়ানার সীমান্তে সিঙ্ঘু এলাকায় দীর্ঘদিন আন্দোলন করছেন কৃষকরা। বারবার ব্যর্থ হয়েছে কেন্দ্র ও কৃষক নেতাদের বৈঠক। সমাধান সূত্র বেরনোর আগেই এবার কৃষক আন্দোলনে উত্তাল হয়ে উঠল হরিয়ানার কর্নাল। হরিয়ানার কাইমলা গ্রামে মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টারের ডাকা কিষান মহাপঞ্চায়েত সভাস্থল ভাঙচুর করলেন প্রতিবাদী কৃষকরা। বিক্ষোভকারীদের সামলাতে কাঁদানে গ্যাসের সেল, জলকামান দাগল পুলিশ।

রবিবার কারনালে কৃষকদের সঙ্গে সাক্ষাৎ করার কথা ছিল মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টারের। কেন্দ্রের কৃষি আইনের সুফল নিয়ে তাঁদের বোঝানোর কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু এদিন প্রায় ১০০ জন কৃষক কাইমলা গ্রামে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার নামার হেলিপ্যাডের কাছে মিছিল করে চলে আসেন। তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিনা বাধায় খেতের মধ্যে দিয়ে হেঁটে প্রতিবাদীদের মিছিল পৌঁছে যায় খট্টারের মহাপঞ্চায়েত সভামঞ্চে। এর পর অবাধে চলে ভাঙচুর, সঙ্গে বিজেপি ও খট্টারের বিরুদ্ধে স্লোগান।

যদিও মুখ্যমন্ত্রীর কিষাণ মহাপঞ্চায়েত কর্মসূচি ঘিরে প্রায় ১৫০০ পুলিশ মোতায়েন ছিল। পাশাপাশি সাতটি নাকা পয়েন্টে কড়া নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়। তা ছাড়া রাস্তার উপরে ট্রাকের সারি দাঁড় করিয়েও বাধা দেওয়ার পরিকল্পনা করেছিল পুলিশ। কিন্তু কার্যত সমস্ত আয়োজনই ভেঙে পড়ল। কিন্তু কোনওরকমে সেই বেষ্টনী টপকে হেলিপ্যাডে ঢুকে পড়েন কৃষকরা। এই সময় কৃষকদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন কর্নালের এসপি গঙ্গারাম পুনিয়া।

বিক্ষোভকারীদের তিনি শান্ত হয়ে প্রতিবাদ জানানোর জন্য আবেদন জানান। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। পরিস্থিতি সামলাতে জলকামান দিয়ে কৃষকদের হঠিয়ে দেওয়া হয়। বাধ্য হয়ে পুলিশকে হেলিকপ্টার অবতরণের জায়গা পরিবর্তন করতে হয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?