রবিবার কারনালে কৃষকদের সঙ্গে সাক্ষাৎ করার কথা ছিল মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টারের। কেন্দ্রের কৃষি আইনের সুফল নিয়ে তাঁদের বোঝানোর কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু এদিন প্রায় ১০০ জন কৃষক কাইমলা গ্রামে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার নামার হেলিপ্যাডের কাছে মিছিল করে চলে আসেন। তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিনা বাধায় খেতের মধ্যে দিয়ে হেঁটে প্রতিবাদীদের মিছিল পৌঁছে যায় খট্টারের মহাপঞ্চায়েত সভামঞ্চে। এর পর অবাধে চলে ভাঙচুর, সঙ্গে বিজেপি ও খট্টারের বিরুদ্ধে স্লোগান।
যদিও মুখ্যমন্ত্রীর কিষাণ মহাপঞ্চায়েত কর্মসূচি ঘিরে প্রায় ১৫০০ পুলিশ মোতায়েন ছিল। পাশাপাশি সাতটি নাকা পয়েন্টে কড়া নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়। তা ছাড়া রাস্তার উপরে ট্রাকের সারি দাঁড় করিয়েও বাধা দেওয়ার পরিকল্পনা করেছিল পুলিশ। কিন্তু কার্যত সমস্ত আয়োজনই ভেঙে পড়ল। কিন্তু কোনওরকমে সেই বেষ্টনী টপকে হেলিপ্যাডে ঢুকে পড়েন কৃষকরা। এই সময় কৃষকদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন কর্নালের এসপি গঙ্গারাম পুনিয়া।
বিক্ষোভকারীদের তিনি শান্ত হয়ে প্রতিবাদ জানানোর জন্য আবেদন জানান। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। পরিস্থিতি সামলাতে জলকামান দিয়ে কৃষকদের হঠিয়ে দেওয়া হয়। বাধ্য হয়ে পুলিশকে হেলিকপ্টার অবতরণের জায়গা পরিবর্তন করতে হয়।