২০৫০-র মধ্যে মঙ্গলে শহর তৈরি করার পরিকল্পনা করলেন ইলন মাস্ক

অনলাইন ডেস্ক, ১০ জানুয়ারি।। ২০৫০-এর মধ্যে মঙ্গলে একটি পরিপূর্ণ শহর তৈরির পরিকল্পনা করলেন বিশ্বের ধনীতম ব্যক্তি ইলন মাস্ক। জেফ বেজোস, বিল গেটসের মত ব্যক্তিদের পিছনে ফেলে বিশ্বের ধনীদের তালিকায় শীর্ষে উঠেছেন ইলন। এই মুহূর্তে ‘স্টেসলার’ এবং ‘স্পেস-এক্স’ এর মত দুই সংস্থার প্রধান ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ ১৯১ বিলিয়ন মার্কিন ডলার।

ব্লুমবার্গ বিলিয়নিয়ারিজের সূচক অনুযায়ী এই মুহূর্তে বিশ্বের ধনীতম ব্যক্তি ইলন। গত তিন বছর ধরে শীর্ষে ছিলেন অ্যামাজনের প্রধান জেফ বেজোস। এবার বেজোসকে পিছনে ফেলে শীর্ষস্থানটি দখল করেছেন ইলন। ১৯৭১-এ দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াতে এই বিশিষ্ট শিল্পপতির জন্ম। স্কুলের পাঠ শেষ হওয়ার আগেই ইলনের বাবা-মায়ের বিচ্ছেদ হয়ে যায়। স্কুল শেষে মা আর বোনকে নিয়ে কানাডায় চলে আসেন তিনি।

কানাডার অন্টারিওর এক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য ভর্তি হন। পরে আমেরিকার পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা এবং অর্থনীতি নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি করেন। স্নাতকোত্তর কোর্স শেষ হওয়ার পর পিএইচডির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে সুযোগ পান।

সংসার চালাতে হবে, তাই প্রয়োজন চাকরি। সে কারণে পিএইচডি আর করা হয়নি ইলনের। এই শিল্পপতি জানিয়েছেন, ২০৫০-এর মধ্যে তিনি মঙ্গলে একটি পরিপূর্ণ শহর গড়ার পরিকল্পনা করেছেন। বিশ্বের যে কোনও আধুনিক শহরে যে ধরনের সুবিধা থাকে তার সবই মিলবে মঙ্গলে। এমনকি, ওই শহরে মানুষ পাঠানোর পরিকল্পনাও করেছেন তিনি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?