বর্তমানে জলের দরে বিক্রি হচ্ছে ডিম। হরিয়ানায় অবস্থিত দেশের সবচেয়ে বড় ডিমের মান্ডিতেও আঁচ লাগল বার্ড ফ্লু-এর। হরিয়ানার বারওয়ালা মান্ডিতে থেকে ১.২৫ কোটি থেকে ১.৫ কোটির ডিমের ব্যবসা হয় প্রতিদিন। কিন্তু বার্ড ফ্লু-র কারণে ডিমের ব্যবসাও প্রভাবিত হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে যে বারওয়ালা মান্ডিতে মুরগিরা বার্ড ফ্লুর জেরে মারা যাচ্ছে। ৭দিন আগে পর্যন্ত এখানে ১০০টি ডিম ৫৫০ টাকায় বিক্রি হচ্ছিল। কিন্তু বাজারে এখন ১০০টি ডিম ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।
উত্তরপ্রদেশের এগ অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে দেশে প্রতিদিন ২২ থেকে ২৫ কোটি ডিমের ব্যবসা হয়ে থাকে। এদিকে এখনও পর্যন্ত দেশের ৭টি রাজ্যে বার্ড ফ্লু ধরা পড়েছে। কেন্দ্র সরকারের তরফে এই বিষয়ে কড়া সতর্কতা জারি করা হয়েছে। জানা যাচ্ছে, পরিযায়ী পাখিদের থেকেই এই এভিয়ান ফ্লু সংক্রমিত হচ্ছে পোল্ট্রির মুরগি, হাঁসেদের মধ্যে। কিছু কাকের মধ্যেও দেখা গিয়েছে এই ফ্লু।