স্টাফ রিপোর্টার, আগরতলা, ১০ জানুয়ারি।। রবিবার ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক অফিসার্স এসোসিয়েশনের উদ্যোগে অভয়নগর প্রধান কার্যালয়ের সন্মুখে এক কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে মধ্য দিয়ে দরিদ্র রিক্সা চালকদের মধ্যে শীতবস্ত্র এবং মাক্স বিতরণ করা হয়। পাশাপাশি নব প্রান্তিক অনাথ আশ্রম কতৃপক্ষের হাতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী তুলে দেওয়া হয়।
উপস্থিত ছিলেন ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মৃণাল কান্তি ভৌমিক সহ অন্যান্যরা। ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মৃণাল কান্তি ভৌমিক সংবাদ প্রতিনিধিদের এইদিনের কর্মসূচির কথা জানান। পাশাপাশি তিনি জানান এই ধরনের কর্মসূচি আগামী দিনেও অব্যাহত রাখা হবে।