অনলাইন ডেস্ক, ১০ জানুয়ারি।। বিহার বিধানসভা নির্বাচনে বিজেপি-জেডিইউ জোট ক্ষমতায় ফিরেছে। কিন্তু ক্ষমতায় ফিরলেও এবার জেডিইউয়ের আসন সংখ্যা প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। দলের এই খারাপ ফলের জন্য ঘুরিয়ে বিজেপিকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। জানালেন আসন বণ্টনের দেরি হওয়ার কারণেই তাঁর দলকে মূল্য চোকাতে হয়েছে।
দলের রাজ্য কমিটির বৈঠকে নীতীশ কুমার বলেন, নির্বাচনের অন্তত পাঁচ মাস আগে এনডিএ শরিকদের মধ্যে আসন বন্টন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। কিন্তু সেটা করা হয়নি। এর ফলে জেডিইউয়ের ফল খুব খারাপ হয়েছে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী এই বৈঠকে বলেন, আমি আর মুখ্যমন্ত্রী হতে চাইনি। কিন্তু বিজেপি ও আমার নিজের দলের চাপেই আমি মুখ্যমন্ত্রী পদে বসতে সম্মত হই। এদিনের বৈঠকে নীতীশ পরিষ্কার বলেন, তিনি বুঝতেই পারেননি কারা তাঁর প্রকৃত বন্ধু এবং কারা শত্রু!
বুঝতে পারেননি কাদের উপর তাঁর ভরসা করা উচিত ছিল। নির্বাচনী প্রচারের পর আমি প্রকৃত ছবিটা বুঝতে পারি। কিন্তু ততক্ষণে তো অনেক দেরি হয়ে গিয়েছে। নীতীশ কুমার আরও বলেন, যেখানে আমি মানুষের কাছে ভোট চেয়েছি তাঁরা দু’হাত ভোরে আমাকে ভোট দিয়েছেন। মানুষকে নিয়ে আমার কোনও সমস্যা নেই। কিন্তু আমার ও আমাদের দলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে জেডিইউয়ের রাজ্য কমিটির এই বৈঠকে বিজেপির সঙ্গে সংঘাতে যাওয়ার ইঙ্গিতও দিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী।
নীতীশ ওই বৈঠকে বলেন, বিহারে কোনওভাবেই জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি চালু হবে না। যদি কেউ বিহারে এনআরসি চালু করার চেষ্টা করে তবে জেডিইউ তার তীব্র বিরোধিতা করবে। প্রসঙ্গত, বিজেপি সর্বদাই এনআরসির পক্ষে কথা বলে। জাতীয় নাগরিকপঞ্জি আইন নিয়ে আগামী দিনে বিজেপির সঙ্গে নীতীশের দলের যে সংঘাত লাগতে চলেছে সেটা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী।