সূত্রের খবর, গত বুধবার কান্দিভালির লালজি পাড়া এলাকায় মোবাইল চুরির দায়ে দু’জনকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। তারপর ওই দু’জনের উপর অত্যাচার শুরু অকথ্য অত্যাচার। এমনকি নগ্ন করে দু’জনকে এলাকা প্রদক্ষিণ করানো হয়। সঙ্গে ছিল ব্যান্ড। তারপর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়। মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও।
ওই দু’জনকে নগ্ন করে ঘোরানোর অভিযোগে ৯ জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৬৫, ৩০৭, ৩২৪, ৫০৬(২), ১৪৩, ১৪৫, ১৪৭, ১৪৯ ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃত ৫ জনকে আদালতে পেশ করা হয়েছে। আদালত তাদের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে।