মোবাইল চুরির অপরাধ, ব্যান্ড- পার্টি নগ্ন করে পাড়া ঘুরিয়ে শাস্তি!

অনলাইন ডেস্ক, ১০ জানুয়ারি।। এ যেন লঘু পাপে গুরুদণ্ড! মোবাইল চুরির অভিযোগে দুই ব্যক্তিকে নগ্ন করে ঘোরানো হল রাস্তায়। কোনও গ্রাম-বাংলা নয়, এ ঘটনা মুম্বইয়ের। রীতিমতো ব্যান্ড-পার্টি বাজিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করা হয়। বাণিজ্যনগরীর কান্দিভালি এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খবর প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। এখনও পর্যন্ত এই ঘটনায় জড়িত ৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

সূত্রের খবর, গত বুধবার কান্দিভালির লালজি পাড়া এলাকায় মোবাইল চুরির দায়ে দু’জনকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। তারপর ওই দু’জনের উপর ‌অত্যাচার শুরু অকথ্য অত্যাচার। এমনকি নগ্ন করে দু’জনকে এলাকা প্রদক্ষিণ করানো হয়। সঙ্গে ছিল ব্যান্ড। তারপর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়। মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও।

ওই দু’জনকে নগ্ন করে ঘোরানোর অভিযোগে ৯ জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৬৫, ৩০৭, ৩২৪, ৫০৬(২), ১৪৩, ১৪৫, ১৪৭, ১৪৯ ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃত ৫ জনকে আদালতে পেশ করা হয়েছে। আদালত তাদের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?