করোনা পরিস্থিতিতে আমেরিকা-সহ বিভিন্ন দেশ চিনের সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঘনিষ্ঠতার অভিযোগ তুলেছে। ভারতের এই মানচিত্র বিভ্রাটের জেরে ফের একবার হু-র সঙ্গে চিনের ঘনিষ্ঠতার বিষয়টি স্পষ্ট হল বলে মনে করছে আন্তর্জাতিক মহল। ভারতের উত্তরের বিস্তীর্ণ অঞ্চলকে নিজেদের অংশ বলে দাবি করে থাকে চিন।
এই মানচিত্রে কার্যত চিনের সেই দাবিকেই মান্যতা দিয়েছে হু। বিভিন্ন দেশের করোনা পরিস্থিতি নিয়ে তাদের ওয়েবসাইটে মানচিত্র প্রকাশ করেছে হু। ওই মানচিত্রে ভারতকে নীল রং দিয়ে চিহ্নিত করা হয়েছে। ওই মানচিত্রে জম্মু, কাশ্মীর এবং লাদাখকে ধূসর রং দিয়ে চিহ্নিত করা হয়েছে।
অর্থাৎ ভারতীয় মানচিত্র থেকে ওই তিন এলাকাকে কার্যত ভারত থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। উত্তরের বেশ কিছু এলাকা আকসাই চিন হিসেবে পরিচিত। সেই এলাকাকে ধূসর রংয়ের উপর নিল ছোপ দিয়ে দেখানো হয়েছে। অর্থাৎ ওই সমস্ত এলাকাকে চিনের অংশ হিসেবেই মানচিত্রে দেখান হয়েছে। এই মানচিত্র সামনে আসতেই তৈরি হয়েছে তুমুল বিতর্ক। অনেকেই এই ঘটনার পিছনে চিনের হাত রয়েছে বলে অভিযোগ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মত এক আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাছ থেকে এ ধরনের ভুল প্রত্যাশা করা যায় না বলে অনেকেই জানিয়েছেন।
মানচিত্রে ভুল থাকার তীব্র প্রতিবাদ জানিয়েছেন লন্ডনের ভারতীয় সংগঠন রিচ ইন্ডিয়ার সোশ্যাল মিডিয়ার প্রধান নন্দিনী সিং। নন্দিনী বলেছেন ভারত সরকার যেভাবে করোনা পরিস্থিতির মোকাবিলা করেছে তার জন্য ধন্যবাদ জানানো উচিত ছিল। কিন্তু হু সেটা না করে বরং এক অনভিপ্রেত কাজ করেছে। তবে নিজেদের ভুল স্বীকার করতে রাজি নয় হু। তারা পাল্টা জানিয়েছে, রাষ্ট্রসঙ্ঘের মানচিত্র মতই তারা কোভিড মানচিত্র তৈরি করেছে।