যাতে করে পিকনিক স্পটে মদের বোতল নিয়ে কেউ প্রবেশ করতে না পারে। বাইক থেকে স্কুটি মারুতি গাড়ি থেকে বাস কোন গাড়ি বাদ যাচ্ছেনা চেকিং থেকে। চরিলামে স্কুল ছাত্র বাড়ি যাওয়ার সময় মদের বোতল ছিটকে মাথা ফেটে যাওয়ায়, বিশালগড় থানার পুলিশ পিকনিকের গাড়িতে ব্যাপকভাবে তল্লাশি চালাচ্ছে। সিপাহী জলা ফার্স্ট গেটে গাড়ি রাখার জায়গা নেই। পিকনিক স্পটেও জায়গা নেই। অনেক গাড়ি সিপাহীজলা পিকনিক স্পট থেকে ফিরে যেতে দেখা গেল। অনেকের অভিমত নতুন বছরের দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ রবিবার সিপাহীজলা অভয়ারণ্যে রেকর্ডসংখ্যক ভিড় হয়েছে।
তবে গত রবিবার ভীর হলেও তেমন চোখে পড়েনি।পিকনিক করতে আসা অনেকের অভিমত সাউন্ড বক্স পিকনিক স্পটে না যেতে দেওয়ায় অনেকেরই পিকনিকের আনন্দ যেন বিফল হয়ে যাচ্ছে। বিশালগড় থানার সেকেন্ড অফিসার বিজয় দাস ও রাজু ভৌমিক সকাল থেকেই সিপাহী জলা পিকনিক স্পটে টিএসআর ও পুলিশ কর্মীদের নিয়ে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।