ওই মহিলাকে গণধর্ষণ করার পর তাঁর গোপনাঙ্গে ঢুকিয়ে দিল স্টিলের গ্লাস। বৃহস্পতিবার রাতে ঝাড়খণ্ডের ছাতরায় চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ বাড়ির বাইরে শৌচকর্ম করতে বেরিয়ে ছিলেন ওই প্রৌঢ়া।
সে সময় তাঁকে তুলে নিয়ে যায় এক যুবক। এরপর ওই যুবক এবং তার দুই সঙ্গী মিলে ওই মহিলার উপর চরম শারীরিক নির্যাতন শুরু করে। ওই মহিলাকে গণধর্ষণ করার পর তাঁর গোপনাঙ্গে ঢুকিয়ে দেয় স্টিলের গ্লাস। এমনকি, এই ঘটনার কথা ফাঁস করলে প্রাণে মেরে দেওয়া হবে বলে হুমকিও দেয় তারা।
দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় ওই মহিলার পরিবারের লোকজন তাঁকে খুঁজতে বের হয়। অনেক খোঁজাখুঁজির পর জঙ্গলের মধ্যে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গেই নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই মহিলাকে। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে গয়ার হাসপাতালে পাঠানো হয়েছে।
সেখানে এই মুহূর্তে অত্যন্ত সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন ওই প্রৌঢ়া। রবিবার হাসপাতালেই নির্যাতিতা মহিলার বয়ান রেকর্ড করে পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তৃতীয় অভিযুক্ত পলাতক। তার খোঁজে গোটা রাজ্যে জোরদার তল্লাশি চলছে।