লকডাউনের সময় সে বাড়িতে নিয়মিত বিভিন্ন দেশে ও তাদের নাম রাজধানী মুখস্থ করেছিল। চিনে নিয়েছিল বিভিন্ন দেশের পতাকা। মাত্র ৪ মিনিট ১৭ সেকেন্ড সময়ে প্রেশা ১৫০ টি দেশ ও তাদের রাজধানীর নাম বলেছে। একই সঙ্গে প্রতিটি দেশের পতাকাও সে আলাদা আলাদাভাবে চিনিয়ে দিয়েছে। এর আগে প্রেশার মত এত অল্প সময়ে কেউ এই কাজ করতে পারেনি। সবচেয়ে ছোট বয়সে জিতে নিয়েছে ওয়ার্ল্ড রেকর্ডস অফ ইন্ডিয়া বুকের খেতাব।
প্রেশার বাবা পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। রাজস্থানের আদি বাসিন্দা হলেও বর্তমানে তারা থাকেন মহারাষ্ট্রের পুণেতে। লকডাউনের সময় প্রেশা বাড়িতে ভূগোল নিয়ে চর্চা শুরু করে। প্রেশার মা জানিয়েছেন, লকডাউনের সময় ভূগোলের প্রতি মেয়ের বিশেষ আগ্রহ নজরে আসে। শুধু তাই নয়, বিভিন্ন দেশের পতাকার প্রতিও আগ্রহ দেখা যায়। মেয়ে বিভিন্ন দেশের পতাকা সম্পর্কে জানতে চায়। মেয়ের আগ্রহ দেখে প্রেশাকে তিনি বিভিন্ন দেশ সম্পর্কে জানান।
ঠিক এই সময়ে প্রেশার মায়ের এক বন্ধু তাঁর মেয়েকে একটি বই উপহার দেন। যেখানে ১৫০ টি দেশ, তাদের রাজধানী ও পতাকা সম্পর্কে বিস্তারিত লেখা ছিল। লকডাউনের সময় ওই বইটি পড়তে থাকে প্রেশা। প্রেশার মা জানিয়েছেন, তাঁর মেয়ের ভূগোল ও পৃথিবীর বিভিন্ন জায়গা সম্পর্কে জানার কৌতূহল রয়েছে। সে কারণে তিনি মেয়েকে এ বিষয়টি জানাতে সব ধরনের চেষ্টা করেন। তবে এই বিশ্বরেকর্ড এই থেমে থাকতে চায়না প্রেশা। এই খুদে জানিয়েছে, এবার সে বিভিন্ন দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নাম, মুদ্রা নিয়ে পড়াশোনা করবে।