রাতের আধারে গৃহস্থের সাতটি গবাদি পশু নিয়ে চম্পট দিল নিশিকুটুম্বের দল

স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ১০ জানুয়ারি।।রাতের আধারে গৃহস্থের সাতটি গবাদি পশু নিয়ে চম্পট দেয় নিশিকুটুম্বের দল। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন উওর ব্রহ্মছড়া এলাকায়। উল্লেখ্য, যে গৃহস্থের বাড়ি থেকে সাতটি গবাদি পশু নিয়ে অনায়াসে নিরাপদ আশ্রয়ে চলে যায় চুরের দল সেই এলাকা থেকে মাত্র ১০০ মিটার দূরত্বে রয়েছে একটি টিএস আর ক্যাম্প। এনিয়ে জনমনে সুরক্ষা নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে।  ঘটনার বিবরণে জানা যায়,  উওর ব্রহ্মছড়া এলাকায় উৎপল দাসের খামার বাড়ি থেকে শনিবার রাতের কোনো এক সময় বাড়ির নির্জনতার সুযোগকে কাজে লাগিয়ে নিশিকুটুম্বের দল গৃহস্থের ৭টি গবাদি পশু নিয়ে চম্পট দেয়। গৃহস্থ

উৎপল দাস বর্তমানে তেলিয়ামুড়া শহরের মহাকুমা হাসপাতাল সংলগ্ন এলাকায় নিজ বাড়িতে থাকেন। কৃষিকাজ এবং গবাদি পশু দেখাশোনার জন্য সারাদিন উত্তর ব্রম্যছড়া স্থিত খামার বাড়িতে থাকেন। সন্ধ্যায় গবাদি পশু গুলো গোয়াল ঘরে বেঁধে উনার বর্তমান বাড়ি তথা  মহাকুমা হাসপাতাল সংলগ্ন এলাকায় ফিরে আসেন। এভাবেই তিনি দীর্ঘদিন যাবত নিয়মিত ভাবে জীবন যাপন চালিয়ে যাচ্ছেন।কিন্তু বাড়িতে নির্জনতার সুযোগকে কাজে লাগিয়ে শনিবার রাতের কোনো এক সময় নিশিকুটুম্বের  দল উৎপল বাবু র ৭ টি গরু নিয়ে চম্পট দেয়, এমনটাই ধারণা করছেন গৃহস্থ।

গৃহস্ত উৎপল বাবু জানান, রাতে পুলিশি টহল এবং গরুবোঝাই গাড়ি গুলি যদি রাতের বেলা পরিবহনের ব্যবস্থা বন্ধ করা যায় তবে এ ধরনের ঘটনা অনেকাংশেই এড়ানো যেতে পারে। তিনি আরো বলেন , উত্তর ব্রহ্মছড়া এলাকার অধিকাংশ মানুষজন কৃষিজীবী এবং প্রত্যেকেরই গবাদি পশু পালন করে জীবিকা নির্বাহ করেই তারা সংসারের দিনাতিপাত করে আসছে। গতকাল রাতে এই ঘটনায় এলাকার বাসিন্দারা তাদের গবাদি পশু নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?