উপকূলে ভেসে আসছে যাত্রীদের দেহাবশেষ,সলিল সমাধি ইন্দোনেশিয়ার বিমানের

অনলাইন ডেস্ক, ১০ জানুয়ারি।। সমুদ্রেই ভেঙে পড়েছে ইন্দোনেশিয়ার বিমান। সরকারিভাবে এখনও ঘোষণা করা না হলেও, ঘটনার পরদিনই উপকূলে ভেসে আসতে শুরু করেছে যাত্রীদের দেহাবশেষ থেকে শুরু করে বিমানের ভাঙা টুকরো, সবই। যা থেকে অনুমান,বিমানটির সলিল সমাধি ঘটেছে। বেঁচে নেই বিমানের কোনও যাত্রীই। শনিবার জাকার্তা থেকে ওড়ে এসজেওয়াই ১৮২ নামে শ্রীবিজয়া এয়ার ফ্লাইটের ওই যাত্রীবাহী বোয়িং ৭৩৭ বিমানটি।

ক্রু–মেম্বার–সহ ৬২ জন যাত্রীকে নিয়ে জাকার্তা থেকে পন্টিয়ানাকের উদ্দেশে রওনা হয়। বিমানে যাত্রীদের মধ্যে ১০ ‌জন শিশুও ছিল। বিমানটি ওড়ার পাঁচ মিনিটের মধ্যেই তা ভেঙে পড়ে। আধিকারিকরা কোনও যান্ত্রিক ত্রুটির কথা স্বীকার না করলেও সূত্রের খবর, যোগাযোগ ছিন্ন হওয়ার আগে সেটি ১১ হাজার ফুট উপর দিয়ে উড়ছিল। কিন্তু ৬০ সেকেণ্ডের মধ্যে ৩০০০ ফুটেরও নিচে নেমে গিয়েছিল। তারপর আচমকাই সেটির সঙ্গে যাবতীয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আপাতত সরকারিভাবে প্রশাসনের পক্ষ থেকে বিমানটির ভেঙে পড়ার কথা মৌখিকভাবে জানানো হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?