উপমুখ্যমন্ত্রী বলেন, ভারতীয় সংস্ক’তির ধারক ও বাহক হচ্ছে গ্রাম৷ গ্রামে গ্রামে এই ধরণের সংহতি মেলা আয়োজনের মাধ্যমে মানুষে মানুষে সংহতি আরও সুুদৃঢ় হবে৷ একত্বতা গড়ে উঠবে৷ ৭১ বছরের পুরানো এই সুুলতাহ সাহ দরগা আমাদের সংহতির এক নিদর্শন৷ এই দরগা পর্যটনের এক অন্যতম আকর্ষণ কেন্দ্র৷ উপমুখ্যমন্ত্রী বলেন, এধরণের মেলার আয়োজন করলে গ্রামীণ ক্ষুদ্র ব্যবসায়ীগণও উপক’ত হন৷ কোভিড পরিস্থিতিতে তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান৷ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক রামপ্রসাদ পাল বলেন, বিশ্বাস হল মানুষের মূল শক্তি৷
বিশ্বাসের উপর ভিত্তি করেই রাজ্যে জাতি ও জনজাতি অংশের মানুষের মধ্যে ঐক্য ও সংহতি গড়ে উঠেছে৷ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা, রাজ্য হজ কমিটির চেয়ারম্যান এম ভি জসিমউদ্দীন, ডুকলি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অজয় কুমার দাস, সদর মহকুমার মহকুমা শাসক অসীম সাহা, তথ্য ও সংস্ক’তি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস৷ স্বাগত বক্তব্য রাখেন ডুকলি ব্লকের বিডিও বিপুল দাস৷ সভাপতিত্ব করেন মেলা কমিটির চেয়ারম্যান মলয় লোধ৷ তিন দিনব্যাপী এই সংহতি মেলা ১১ জানুয়ারি পর্যন্ত চলবে৷ প্রতি সন্ধ্যায় তথ্য ও সংস্ক’তি দপ্তরের উদ্যোগে পরিবেশিত হবে সাংস্ক’তিক অনুষ্ঠান৷