যথারীতি এই বৈঠকের নেতৃত্ব দেবেন সোনিয়া গান্ধি। ভার্চুয়াল প্রক্রিয়ায় এই বৈঠক হওয়ার কথা। দলীয় সূত্রে খবর, দলের সাধারণ সম্পাদক ও অন্যান্য দায়িত্বে থাকা সব নেতার সঙ্গে আলাদাভাবে কথা বলবেন সোনিয়া। সেখানেই তিনি সকলের মতামত নিয়ে ঠিক করবেন কীভাবে কৃষকদের পাশে দাঁড়াবে কংগ্রেস। শনিবার সোনিয়া গান্ধি নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তোলেন।
তিনি বলেন, সরকারের উচিত অবিলম্বে তিন কৃষি আইন প্রত্যাহার করে নেওয়া। কারণ এই আইন কৃষক বিরোধী। কংগ্রেস ঘনিষ্ঠ সূত্রের খবর, কৃষকদের নিয়ে এবার বড়সড় আন্দোলনের পরিকল্পনা করছে কংগ্রেস। ২৪ ঘন্টা আগে দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি জানিয়েছেন, তিন কৃষি আইন প্রত্যাহার করা না হলে তাঁরা কোনওভাবেই আন্দোলন থেকে সরে আসবেন না।
পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং প্রথম থেকেই এই তিন কৃষি আইন বাতিলের দাবি জানিয়েছেন। কৃষকদের পাশে দাঁড়িয়ে নরেন্দ্র মোদি সরকারকে আরও বেশি কোণঠাসা করার পরিকল্পনা করেছে কংগ্রেস। সে জন্যই আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করতে আজ শনিবার সোনিয়ার নেতৃত্বে বৈঠকে বসছে কংগ্রেসের শীর্ষ নেতারা।