পাশে পরে রয়েছে এক ব্যক্তির মৃতদেহ ও দুইটি মৃত গরু। এইদিকে ঘটনার খবর পেয়ে বিশালগড় দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে। দমকল বাহিনীর কর্মীরা নিহত ব্যক্তিকে উদ্ধার করে বিশালগড় মহাকুমা হাসপাতলে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান অভিমত নাম্বার বিহীন বুলেরো গাড়িটি গরু নিয়ে আগরতলা থেকে উদয়পুরের দিকে যাচ্ছিল। চরিলাম মোটর স্ট্যান্ড এলাকায় নাম্বার বিহীন গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে থাকা পাঁচটি দোকানে ঢুকে পরে, এবং পরে গাড়িটি উল্টে যায়। পরবর্তী সময় ঘটনাস্থলে ছুটে আসে বিশালগড় থানার পুলিশ।
পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। জানা যায় মৃত ব্যক্তির নাম নবীর হোসেন, বয়স ২২ বছর। তার বাড়ি সোনামুড়া থানার অন্তর্গত রাঙ্গামাটি। সে গরু বোঝাই গাড়ির সহ চালক ছিল। আর গাড়ির চালক ছিল নারায়ন মিয়া। সে দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ধারনা করা হচ্ছে নাম্বার বিহীন গাড়িটিতে করে গরু চুরি করে নিয়ে যাওয়া হচ্ছিল। এখন দেখার পুলিশের তদন্তে কি রহস্য বেরিয়ে আসে।