এই মুহূর্তে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার তৈরি কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের তৈরি কোভ্যাকসিন ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার অনুমোদন পেয়েছে। ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো মোদিকে টেলিফোনে কোভিশিল্ড পাঠাতে অনুরোধ করেছেন। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রীকে বলেছেন, ২০ লাখ ডোজ টিকা দিলে আপনাদের টিকাকরণ কর্মসূচি যেন ব্যাহত না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। আপনাদের প্রয়োজন মিটিয়ে যদি থাকে তবে জরুরি ভিত্তিতে ব্রাজিলকে ২০ লাখ ডোজ টিকা দিন।
ব্রাজিলের স্বাস্থ্য দফতর জানিয়েছে, তারা কোভিশিল্ডের কার্যকারিতা নিয়ে অত্যন্ত আশাবাদী। সে কারণে ভারত যেন ব্রাজিলকে কোভিশিল্ড পাঠায়। উল্লেখ্য ব্রাজিলেও টিকা উৎপাদনের কাজ শুরু হয়েছিল। কিন্তু তা মাঝপথে বন্ধ হয়ে গিয়েছে। কারণ টিকা তৈরির জন্য যে সমস্ত উপাদান লাগে তার কিছু মিলছে না। ওই সমস্ত উপাদানগুলি চিন থেকে ব্রাজিলের যায়। কিন্তু রফতানির ক্ষেত্রে লাইসেন্স সংক্রান্ত সমস্যা দেখা দেওয়ায় তা পাওয়া যাচ্ছে না।
চলতি মাসের শেষ দিকে এই সমস্যার সমাধান হতে পারে। কিন্তু করোনা আতঙ্কে ভোগা ব্রাজিলবাসীকে ততদিন সামলে রাখা মুশকিল। সে কারণেই ব্রাজিলের প্রেসিডেন্ট জরুরি ভিত্তিতে ভারতের কাছে ২০ লাখ ডোজ টিকা চেয়েছেন। এখনও পর্যন্ত যা খবর তাতে চলতি মাসের তৃতীয় সপ্তাহে আগে ব্রাজিলে টিকা পৌঁছে দেওয়া সম্ভব নয় বলেই মনে করা হচ্ছে।