ভারতীয় সেনা সূত্রে খবর, শুক্রবার পূর্ব লাদাখে চুশুল সেক্টরের অন্তর্গত প্যাংগং হ্রদের দক্ষিণ পাড়ে চিনা ফৌজের ওই সৈনিককে গ্রেফতার করা হয়। মনে করা হচ্ছে। পথ ভুলে প্যাংগং হ্রদের দক্ষিণে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতের সীমানায় ঢুকে পড়ে লালফৌজের ওই সদস্য। তাকে ইতিমধ্যেই জেরা শুরু করেছে ভারতীয় সেনার গোয়েন্দারা।
আন্তর্জাতিক আইন ও চিন-ভারত সীমান্ত চুক্তি মেনেই এই বিষয়ে পদক্ষেপ করা হবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, রবিবার ওই চিনা জওয়ানকে সে দেশের কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হতে পারে। উল্লেখ্য। পূর্ব লাদাখে ভারত-চিন সংঘাতের অন্যতম কেন্দ্র হচ্ছে প্যাংগং লেক সংলগ্ন অঞ্চল। গত বছর ১৫ জুন এখানেই দুই দেশের সেনার মধ্যে সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ান শহিত হন। হতাহতের ঘটনা ঘটে চিনা সেনাতেও। তারপর থেকে দফায় দফায় বেড়েছে দুই দেশের সংঘাত ও সেনা এবং কূটনৈতিক ক্ষেত্রে উত্তেজনা।