ধর্মনগরের কৃষি বিভাগের একাধিক প্রকল্পের উদ্ভোধন করলেন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়

স্টাফ রিপোর্টার, ধর্মনগর, ৮ জানুয়ারি।। আজ উত্তর জেলার ধর্মনগরের চন্দ্রপুরে সকাল সাড়ে এগারোটায় উদ্বোধন হলো কৃষক বন্ধু কেন্দ্র ও কৃষি আঞ্চলিক কার্যালয়ের। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন,পরিবহন ও কৃষি দপ্তরের মন্ত্রি প্রনজিৎ সিংহ রায়। তাছাড়া উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ বিশ্ববন্দু সেন,জেলা সভাধিপতি ভবতোষ দাস,কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা ডঃ দেবপ্রসাদ সরকার প্রমুখ।মূলত কৃষকদের সুবিধা, হয়রানির হাত থেকে মুক্ত করা,উৎপাদিত ফসল দিগুন ও সাবলম্বী করার লক্ষ্যেই রাজ্য সরকারে এই উদ্যোগ।

তবে প্রথমবারের মতো উত্তর জেলায় কৃষক বন্ধু কেন্দ্র স্থাপনে কৃষকরা অনেকটাই লাভান্নীত হবেন বলে আশাবাদী জেলার কৃষকরা। তাছাড়া কৃষক বন্ধু কেন্দ্রে জেলার কৃষকদের গ্রুপ ভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হবে।আর সেই প্রশিক্ষণে কৃষি বিশেষজ্ঞরা সরজমিনে প্রশিক্ষণ প্রদান করবেন। ধর্মনগরের কৃষক বন্ধু কেন্দ্র ও কৃষক আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন শেষে বেলা বারোটা নাগাদ কদমতলা কৃষি কার্যালয়ের অধীন ইছাই লালছড়া এলাকায় এক হাজার মেট্রিক টন কৃষি বীজাগারের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন কৃষি মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়।

ফলক উন্মোচন ও ফিতা কেটে নব নির্মিত এক হাজার মেট্রিক টন কৃষি বীজাগারের শুভ উদ্বোধন করেন কৃষি মন্ত্রী। তাছাড়া কৃষি মন্ত্রীর সাথে অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ বিশ্ববন্দু সেন, জেলা সভাধিপতি ভবতোষ দাস, কৃষি অধিকর্তা ডঃ দেবপ্রসাদ সরকার,বাগবাসা মন্ডল সভাপতি সুদিপ দেব প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে বলেন,কৃষক সম্মান নিধী যোজনার ৬ হাজার টাকা করে উপযুক্ত কৃষকরা তাদের একাউন্টে পেয়েছেন,আর তাতে কৃষকদের ফসল উৎপাদনে সহায়তা প্রদান করেছে কৃষক সম্মান নিধী যোজনার টাকা।

তাছাড়া রাজ্যের কৃষকদের ফসল বীমা যোজনার আওতায় এনেছে রাজ্য সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উদ্বোধক তথা মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় বলেন,কেন্দ্র ও রাজ্য সরকার কৃষকদের কথা মাথায় রেখে, কৃষি ফসল বৃদ্ধি ও কৃষকদের সাবলম্বী করতে নানা প্রকল্প‌ বাস্তবায়ন করেছে। দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি দেশের কৃষকদের অন্নদাতা নামেও আখ্যায়িত করেছেন।মন্ত্রী আরো বলেন,বিগত বাম জামানায় উপযুক্ত কৃষকদের মেরুদন্ড ভেঙে দেওয়া হয়েছিলো। বর্তমান বিজেপি সরকার ক্ষমতায় আসার পর রাজ্যের কৃষকদের স্বার্থে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে ও বাস্তবায়ন করেছে।

উদাহরণ স্বরূপ আজ উত্তর জেলার ধর্মনগরে কৃষক বন্ধু কেন্দ্র এবং লালছড়ায় এক হাজার মেট্রিক টনের কৃষি বীজাগারের উদ্বোধন হলো। তাছাড়া মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় আরো বলেন,কৃষক ভাইরা ফসল উৎপাদনে বৈজ্ঞানিক পদ্ধতিতে জোরদিন। সরকার কৃষক প্রেমী সরকার সর্বদাই কৃষকদের পাশে থাকবে।তবে ইছাই লালছড়ায় এক হাজার মেট্রিক টনের কৃষি বীজাগারের উদ্বোধন হওয়াতে স্হানীয় কৃষকরা বেজায় খুশি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?