স্টাফ রিপোর্টার, আগরতলা, ৯ জানুয়ারি।। দোকান থেকে বাড়িতে ফিরার পথে দুষ্কৃতিদের হাতে আক্রান্ত এক যুবক। আহত যুবকের নাম সুশান্ত দে। বাড়ী কাশীপুর এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় রাতের বেলা দোকান বন্দ করে সুশান্ত দে তার পরিচিত একজনের বাড়িতে গিয়েছিল। সেখান থেকে ফিরে আসার সময় সুশান্ত দে-র বাইকের সাথে খয়েরপুর ত্রিনাথ এলাকায় এক ব্যক্তির ধাক্কা লাগে। তখন সুশান্ত দে বাইক থেকে নেমে ঐ ব্যক্তির সাথে কথা বলছিল।
সেই সময় আচমকা সিপিআইএম আশ্রিত এক দল দুষ্কৃতি সুশান্তের উপর চড়াও হয় বলে অভিযোগ। ঘটনার পর দমকল বাহিনীর কর্মীরা সুশান্ত দে-কে ঘটনাস্থল থেকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে জিবি হাসপাতালের ট্র্মা কেয়ার সেন্টারে চিকিৎসাধীন সুশান্ত দে। সে যানায় দুষ্কৃতিদের সে চিনতে পেরেছে। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা করবে বলেও জানায়।