স্টাফ রিপোর্টার, আগরতলা, ৯ জানুয়ারি।। নিজেকে ফিট রাখা না গেলে সঠিক ভাবে কাজ করা সম্ভব নয়। শরীরকে ফিট রাখার জন্য খেলাধুলা অত্যন্ত জরুরি। বর্তমানে ভারতে কৃষির উপর গুরুত্ব দেওয়া হয়েছে। তাই কৃষি দপ্তরের আধিকারিক ও কর্মীদের ফিট থাকা অত্যন্ত জরুরি। শনিবার এগ্রিকালচার রিক্রিয়েশান ক্লাবের উদ্যোগে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্ধোধন করে এই কথা বলেন কৃষি দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। উদ্ধোধনি অনুষ্ঠানে কৃষি মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যরা। রাজধানির এডি নগর মাতৃপল্লিস্থিত দত্ত টিলাতে অনুষ্ঠিত হয় এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। উদ্ধোধনি অনুষ্ঠান শেষে বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠিত হয়।