স্টাফ রিপোর্টার, কদমতলা, ৯ জানুয়ারি।। রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও ওনার সধর্মিণীর বিরুদ্ধে অশালীন ভাষা প্রয়োগ করে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার করায় বেঙ্গালুর থেকে গ্রেপ্তার একলাচ উদ্দিন নামে এক যুবক। ঘটনার বিবরণে জানা যায় কদমতলা থানাধীন কালাগাঙ্গেরপার গ্রাম পঞ্চায়েতের এক নং ওয়ার্ডের বাসিন্দা একলাচ উদ্দিন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও ওনার সধর্মিণীর বিরুদ্ধে অশালীন ভাষা প্রয়োগ করে ফেসবুকে একটি পোস্ট করে ডিসেম্বর মাসে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কদমতলা কুর্তি বিজেপি মন্ডলের পক্ষ থেকে কদমতলা থানায় ওই যুবকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।
কদমতলা কুর্তি মন্ডলের পক্ষ থেকে কদমতলা কুর্তি মন্ডলের মাইনোরিটি মোর্চার সম্পাদক আব্দুল হাছিব এই মামলা করেন। কদমতলা থানায় মামলা দায়ের হওয়ার পর পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। ঘটনার তদন্তক্রমে পুলিশ বেঙ্গালুর থেকে অভিযুক্ত একলাচ উদ্দিনকে গ্রেপ্তার করে। ধৃত একলাচ উদ্দিন বেঙ্গালুর-এ কর্মরত ছিল। বেঙ্গালুর থেকে তাকে বৃহস্পতিবার রাজ্যে নিয়ে আসে পুলিশ। শুক্রবার পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়। আদালত অভিযুক্তর ১২ জানুয়ারি পর্যন্ত পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে বলে জানান উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী।