অনলাইন ডেস্ক, ৮ জানুয়ারি।। ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’-এ অভিনয় করে অস্কার জিতেছিলেন ব্র্যাড পিট। সে কথা পুরোনো হলেও স্মরণ করা যেতে পারে, এরপর কোনো সিনেমা মুক্তি পায়নি অভিনেতার। অবশ্য একাধিক ছবিতে যুক্ত তিনি। আর পিট যুক্ত হওয়া মানে ছবিটি অতিপ্রতীক্ষিতের তালিকায় চলে যাওয়া। তেমনই একটি ‘ব্যাবিলন’।
পিরিয়ড ড্রামা ধাঁচের এ ছবি পরিচালনা করছেন ড্যামিয়েন শ্যাজেল। সম্প্রতি প্যারামাউন্ট পিকচার্স ‘ব্যাবিলন’-এর রিলিজ ডেট পরিবর্তন করেছে। যা ব্র্যাড পিট ভক্তদের জন্য খানিকটা হতাশার। কারণ চলতি বছরের বড়দিন থেকে পিছিয়ে আগামী বছর একই সময়ে সীমিত পরিসরে মুক্তি পাবে। আর বিস্তৃত পরিসরে দর্শকের সামনে ছবিটি হাজির হবে ২০২৩ সালের ৬ জানুয়ারি। পাক্কা দুই বছর অপেক্ষা!
শুধু ‘ব্যাবিলন’ নয়, আরও কিছু ছবির রিলিজ ডেট পাল্টেছে প্যারামাউন্ট। যেমন; লি ড্যানিয়েলের মুক্তির অপেক্ষায় থাকা বায়োপিক ‘দ্য ইউনাইটেড স্টেটস ভার্সেস বিলি হলিডে’ ফেব্রুয়ারিতে মুক্তি পাচ্ছে না। তার বদলে দেখা যাবে স্ট্রিমিং প্ল্যাটফর্ম হুলুতে।
জানা গেছে, বড়সড় বাজেটে তৈরি হবে ‘ব্যাবিলন’। সে হিসেবে নির্মাতারা অনেক হিসেব-নিকেশ করছেন নির্মাণ ও মুক্তির তারিখ বাছাইয়ের।এ ছবিতে ব্র্যাড পিটের সঙ্গে থাকছেন ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ অভিনেত্রী মার্গট রবি। যদিও এর আগে শোনা যায় এমা স্টোনের নাম।এ দিকে পরিচালক শ্যাজেলের ছবির মধ্যে রয়েছে টেন ক্লোভার লেইন, ফার্স্ট ম্যান।