অনলাইন ডেস্ক, ৮ জানুয়ারি।। মন ভাল নেই আলিয়া ভাটের। শুক্রবার তার পোষা বিড়াল ‘শিবা’কে হারিয়েছেন অভিনেত্রী। সন্তান স্নেহে শিবাকে ধরে রেখেছেন আলিয়া। তার গালের সঙ্গে গাল মিশিয়ে দিয়ে হাসছেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে শিবাকে শেষ বিদায় জানালেন আলিয়া। লিখলেন, ‘গুড বাই মাই এঞ্জেল।’ বরাবরই আলিয়ার খুব কাছের তার পোষ্যরা। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই স্পষ্ট হয়ে যায়, কাজের বাইরে বেশির ভাগ সময়টাই তাদের সঙ্গে কাটত আলিয়ার। শিবাকে হারানো ঠিক যেন কাছের মানুষকে হারানোর মতোই কষ্টকর তার কাছে।
আলিয়ার পোস্টে শোকপ্রকাশ করেছেন ভূমি পেডনেকর, মৌনি রায়, জোয়া আখতর, ঈশা গুপ্ত এবং শিল্পা শেট্টির মতো তারকারা।
আলিয়ার মতোই আজ মন কেমন মা সোনি রাজদানের। শিবার ছবি পোস্ট করে তিনি লিখলেন, “এক জন প্রকৃত রানির নামেই আমরা তোমার নাম শিবা রেখেছিলাম। কারণ তুমি প্রথম দিন থেকে রাজকীয় স্বভাবের ছিলে। আমার সকালগুলো আর আগের মতো হবে না। আমাকে এত ভালবাসা দেওয়ার জন্য ধন্যবাদ।” সোনির পোস্টে রণবীরের দিদি রিদ্ধিমা কাপূর সমবেদনা জানিয়েছেন।