রাজ্যে প্রথমবারের মত শুরু হয়েছে আগরতলা এডভেঞ্চার টুরিজম ফেস্টিভল

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৯ জানুয়ারি।। রাজ্যের পর্যটন শিল্পের বিকাশকে আরও ত্বরান্বিত করতে আজ থেকে রাজ্যে প্রথমবারের মত শুরু হয়েছে আগরতলা এডভেঞ্চার টুরিজম ফেস্টিভল৷ পাঁচ দিনব্যাপী এই উৎসব শেষ হবে আগামী ১৩ জানুয়ারি৷ এই উপলক্ষ্যে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দান ও লক্ষীনারায়ণ বাড়ি দিঘীতে ১১টি বিভিন্ন বিভাগের অ্যাডভে’ারাস অ্যাক্টিভিটির আয়োজন করা হয়েছে৷ আজ সকালে স্বামী বিবেকানন্দ ময়দানে বেলুন উড়িয়ে এই ফেস্টিভলের উদ্বোধন করে পর্যটনমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, রাজ্যে স্পিরিচুয়াল, টি ট্যরিজম ও ইকো ট্যরিজম রয়েছে৷

হেলথ ট্যরিজম নিয়েও চিন্তাভাবনা করছে সরকার৷ রাজ্যের পর্যটন শিল্পে এডভেঞ্চার ট্যুরিজম যুক্ত হলে পর্যটন মানচিত্রে সম্পর্ণতা আসবে৷ পর্যটনমন্ত্রী বলেন, আজ রাজ্যে পর্যটন শিল্পের বিকাশে এডভেঞ্চার ট্যরিজমকে যুক্ত করা হলো৷ সরকার বিভিন্ন ক্ষেত্রে যে সকল উদ্ভাবনী প্রকল্প ও ভাবনা বাস্তবায়িত করছে তাতে একদিকে যেমন কর্মসংস্থানের সুুযোগ সৃষ্টি হবে তেমনি সুুদৃঢ় হবে রাজ্যের অর্থনীতি৷ রাজ্য এগিয়ে যাবে আত্মনির্ভরতার অভিমুখে৷ তিনি আরও বলেন, ছো- এই রাজ্যে যা আছে তাকে নতুন ভাবনায় বিশ্ববাসীর কাছে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে৷

উল্লেখ্য, ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগম লিমিটেডের উদ্যোগে আয়োজিত এই উৎসব আয়োজনের সহায়তায় রয়েছে নয়াদিল্লির অ্যালপাইন ওয়াণ্ডার্স প্রাইভেট লিমিটেড ও সোনামুড়া নীরমহল এডভেঞ্চারএণ্ড মাউন্টেনারিং ফাউণ্ডেশান৷ এডভেঞ্চার অ্যাক্টিভিটিগুলোর মধ্যে রয়েছে হট এয়ার বেলুন, জিপ লাইন, রক ক্লাইব্লিং, র্যাপলিং, বার্মা বিজ, ল্যাণ্ড ডার্বিং, আর্চারি, ওয়াটার রোলার, জেট স্কি, বানানা বোট, কায়াকিং৷ এগুলোর বিনোদনমূল্য ২০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত৷ প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এগুলি উপভোগ করা যাবে৷ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটন দপ্তরের সচিব কিরণ গিত্যে ও ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগম লিমিটেডের এম ডি রাভেল হেমেন্দ্র কুমার৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?