বিশ্বের দীর্ঘতম পথ পাড়ি দিতে চলেছেন এয়ার ইন্ডিয়ার একদল মহিলা পাইলট

অনলাইন ডেস্ক , ৯ জানুয়ারি।। আকাশেও অনায়াসে জয়ী হতে চলেছে নারীশক্তি। যে পথে বিমান উড়াতে শতবার ভাবেন পুরুষ পাইলটরা সেখানে একদল মহিলা তাঁদের লক্ষ্য পূরণ করতে চলেছেন। বিশ্বের দীর্ঘতম পথ পাড়ি দিতে চলেছেন এয়ার ইন্ডিয়ার একদল মহিলা পাইলট। জানা গিয়েছে, সানফ্রান্সিসকো থেকে বেঙ্গালুরু ১৬ হাজার কিলোমিটার পথ বিমানে পাড়ি দেবেন এয়ার ইন্ডিয়ার মহিলা পাইলটদের একটি দল।

যাত্রাপথের মাঝে পড়বে উত্তর মেরু বা সুমেরু বৃত্ত। কঠিনতম চ্যালেঞ্জ উত্তর মেরু পার হওয়া। এয়ার ইন্ডিয়ার এই পাইলটদের মধ্যে সবচেয়ে দক্ষ এবং অভিজ্ঞ হলেন ক্যাপ্টেন জোয়া আগরওয়াল। জোয়া বলেছেন, আজ আমরা এক ইতিহাস গড়তে চলেছি। এয়ার ইন্ডিয়ার শীর্ষ কর্তারা বলেছেন, সুমেরু বৃত্তের ওই পথে বিমান উড়ানো মোটেই সহজ ব্যাপার নয়। ওই পথে যাতায়াতের জন্য বিভিন্ন বিমান সংস্থা তাদের অভিজ্ঞ ও দক্ষ পাইলটদের পাঠায়। কিন্তু এয়ার ইন্ডিয়া কম বয়সী মহিলা পাইলটদের উপর ভরসা রেখেছে। জোয়ার নেতৃত্বে মহিলা পাইলটদের একটি টিম শনিবার রেকর্ড তৈরি করবে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, সুমেরুবৃত্ত পার করতে হলে প্রয়োজন বিপুল অভিজ্ঞতা। কারণ ওই পথ নাকি বিশ্বের সবচেয়ে দুর্গম এলাকা। তাই সুমেরু বৃত্তের উপর বিমান উড়ানোর সময়ে বিভিন্ন সমস্যা হতে পারে। এমনকি বিমানের যান্ত্রিক ত্রুটিও দেখা দিতে পারে। খুব দক্ষ এবং অভিজ্ঞ পাইলট ছাড়া যা আদৌ নিরাপদ নয়। তবে সুমেরুবৃত্ত পার হওয়ার ব্যাপার জোয়া ১০০ শতাংশ আত্মবিশ্বাসী। এর আগে ২০১৩-য় সবচেয়ে কম বয়সি মহিলা পাইলট হিসেবে দীর্ঘতম পথ পাড়ি দিয়ে রেকর্ড গড়েছিলেন জোয়া।

তাই সুমেরুবৃত্ত পার হওয়ার দায়িত্ব এয়ার ইন্ডিয়া জোয়াকেই দিয়েছে। জোয়ার এই দলে যে সমস্ত পাইলট রয়েছেন তাঁরা সকলেই অত্যন্ত অভিজ্ঞ এবং আকাশের দীর্ঘ সময় উড়ানে অভ্যস্ত। জোয়া এদিন বলেছেন, সুমেরুর ওপর দিয়ে বোয়িং ৭৭৭ উড়িয়ে নিয়ে যাওয়া আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল। এই সুযোগ দেওয়ার জন্য আমি বিমানমন্ত্রক ও এয়ার ইন্ডিয়ার কাছে কৃতজ্ঞ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?