চালু হল বিমান পরিষেবা, যাত্রীদের কোভিড নেগেটিভ শংসাপত্র রাখা বাধ্যতামূলক

অনলাইন ডেস্ক, ৮ জানুয়ারি।। শুক্রবার থেকে ফের চালু হল ভারত ও ব্রিটেনের মধ্যে বিমান পরিষেবা। এদিন এয়ার ইন্ডিয়ার একটি বিমান ২৫৬ জন যাত্রীকে নিয়ে ব্রিটেন থেকে ভারতে আসে। তবে ব্রিটেন থেকে আসা বিমানের ক্ষেত্রে নেওয়া হয়েছে একাধিক সতর্কতামূলক ব্যবস্থা।

পরিষ্কার জানানো হয়েছে, প্রত্যেক যাত্রীকে বিমানে ওঠার সময় কোভিড নেগেটিভ শংসাপত্র সঙ্গে রাখতে হবে। তবে সেই শংসাপত্র কখনওই ৭২ ঘণ্টার বেশি পুরনো হলে চলবে না। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরী শুক্রবার জানিয়েছেন, আপাতত দুই দেশের মধ্যে সপ্তাহে ৩০টি বিমান যাতায়াত করবে। ১৫ টি ভারতে এবং ১৫ টি ব্রিটেনের। ২৩ জানুয়ারি পর্যন্ত এই নিয়ম বলবৎ থাকবে। পরে পরিস্থিতি খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি করোনার নতুন স্ট্রেন ধরা পড়েছে ব্রিটেনে। সে কারণেই এই বাড়তি নিরাপত্তা। ব্রিটেন স্ট্রেন প্রতিরোধ করতে গত মাসে ব্রিটেন থেকে আগত বিমানের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল নরেন্দ্র মোদি সরকার। ব্রিটেন থেকে আসা যাত্রীদের অন্য শহরের বিমান ধরার ক্ষেত্রেও বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। বলা হয়েছে ব্রিটেন থেকে আসা এবং অন্য শহরের বিমান ধরার মধ্যে অন্তত ১০ ঘণ্টা ব্যবধান রাখতে হবে।

কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী এদিন আরও জানিয়েছেন, ব্রিটেন ফেরত যাত্রীদের বাধ্যতামূলকভাবে সাতদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। করোনা নেগেটিভ হলেও ব্রিটেন ফেরত প্রত্যেক যাত্রীকে এই নিয়ম মানতে হবে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অবশ্য কেন্দ্রের এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন। কেজরিওয়াল বলেছেন, এত দ্রুত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনও অর্থ হয় না। ৩১ জানুয়ারি পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি রাখলে ভাল হত।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?