অনলাইন ডেস্ক, ৮ জানুয়ারি।। করোনাকালে নিম্নমানের কনডম ও গ্লাভস সরবরাহ নিয়ে বিতর্ক দেখা দিয়েছে জাম্বিয়ায়। এ জালিয়াতির কারণে অনেক মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন দেশটি এক এমপি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জাম্বিয়ার এমপি মোয়ানসা এমবুলাকুলিমা বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় যা করেছে, এটি রীতিমতো জেনোসাইড। ’
তিনি বলেন, ‘কনডম ও গ্লাভসে পানি ঢুকালে পড়ে যাচ্ছে, কারণ সেগুলো ছিদ্র। এই অবহেলার কারণে সেপ্টেম্বরে কতো মানুষের মৃত্যু হয়েছে!’
করোনাকালে যৌন সংস্পর্শে আসা মানুষের মধ্যে ভাইরাস সংক্রমিত হয়েছে বলে তার দাবি। কারণ, স্বাস্থ্য সুরক্ষার জন্য এসব কনডম কোনো কাজে আসেনি।
সুরক্ষাজনিত এসব দ্রব্য সরবরাহের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে দায়ী করেন এমবুলাকুলিমা। মন্ত্রণালয় স্বাস্থ্য সুরক্ষা দ্রব্য সরবরাহে হানি বি নামে একটি স্থানীয় কোম্পানির সঙ্গে চুক্তি করে, যার বাবদ খরচ হয়েছে ১৭ মিলিয়ন ডলার।
নিম্নমানের দ্রব্য সরবরাহের অভিযোগে সংসদীয় কমিটিতে শুনানি হয়। যাতে উপস্থিত ছিল এমবুলাকুলিমাসহ আরও কয়েকজন আইনপ্রণেতা।
এই আফ্রিকান এমপি বলেন, ‘করোনা মোকাবিলায় এসব দ্রব্য সারাদেশে ফ্রন্টলাইন বা সম্মুখযোদ্ধাদের কাছে পাঠানো হয়েছিল, কিন্তু সেগুলো ছিল ত্রুটিযুক্ত। ’
হানি বি’র সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ চুক্তি জাম্বিয়া জুড়ে বিতর্ক তৈরি করেছে। কমিটির কাছে মন্ত্রণালয়ের সচিব জানান, তিনি চুক্তি স্বাক্ষরের সময় শুধু উপস্থিত ছিলেন কিন্তু চুক্তিটি কে অনুমোদন করেছে সে বিষয়ে কিছুই জানেন না।