ট্রায়াল রানে ১২০ কিলোমিটার বেগে ছুটছিল ট্রেন, হরিদ্বারে ছিন্নভিন্ন ৪ জন

অনলাইন ডেস্ক, ৮ জানুয়ারি।। নতুন রেলপথে ট্রায়াল রানের সময় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল চারজনের। বৃহস্পতিবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হরিদ্ধারে কাছে।

জানা যাচ্ছে, হরিদ্বার থেকে লকসর পর্যন্ত ট্রায়াল রান চলছিল। দুর্ঘটনার সময় ট্রেনের গতি ছিল ১০০-১২০ কিলোমিটার। সেইসময় রেললাইনে চারজন ছিলেন, প্রবল গতির মুখে তাঁরা সরে যাওয়ার সময় পাননি।

দেহ শনাক্তকরণের কাজ শুরু করেছে পুলিশ। এই ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়েত তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি দুর্ঘটনায় মৃতদের নিকটাত্মীয়দের উদ্দেশে সমবেদনা জানিয়েছেন তিনি।

ট্যুইটারে ত্রিবেন্দ্র সিংহ রাওয়াত লিখেছেন, “খবর পেলাম যে হরিদ্বারে রেলের ডবল ট্র্যাক ট্রায়ালের সময় কয়েকজন ট্রেনের ধাক্কায় মারা গিয়েছেন। এই ঘটনায় আমি নিহতদের নিকটাত্মীয়দের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?