স্টাফ রিপোর্টার, আগরতলা, ৮ জানুয়ারি।। বৈরী জীবণ থেকে ফিরে এসে সরকারি সুযোগ সুবিধাহীন কাটছে জীবন। তাই সাধারণ জীবণে ফিরে আসা ১০৫৪ জনের মধ্যে ১৩ জনের একটি কমিটি গঠন করা হয়। কমিটির নাম দেওয়া হয়েছে ডিপরাইভ রিটার্নস মুভমেন্ট কমিটি। শুক্রবার কমিটির ঘোষণা দেওয়া হয় দশরথ দেব ভবনে। কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দুর্বল সাধন জমাতিয়া।
তিনি জানিয়েছেন তারা যে সমস্ত প্রতিশ্রুতি পেয়ে সাধারন জীবনে ফিরে এসেছেন, তা কিছুই পাচ্ছে না। তাই কমিটি গঠন করে ৮ দফা দাবি নিয়ে সরকার পক্ষের সাথে দেখা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর মধ্যে মূল দাবি প্রধানমন্ত্রীর আবাস যোজনার মাধ্যমে ঘর প্রদান করার, স্বনির্ভর হতে কর্ম সংস্হানের ব্যবস্হা করা এবং শিক্ষার অধিকারের প্রদানের দাবি। সরকার দাবিগুলি পূরণ না করলে আগামিদিনে ডেপুটেশন ও গন অবস্হান করা হবে বলে জানিয়েছেন তিনি। এদিন এছাড়াও উপস্থিত ছিলেন সহ সভাপতি সুরজ দেববর্মা, সাধারণ সম্পাদক সহ অন্যান্যরা।