অনলাইন ডেস্ক, ৮ জানুয়ারি।। গণধর্ষণ করে নৃশংসভাবে খুনের ঘটনায় তোলপাড় উত্তরপ্রদেশের বদায়ুঁ জেলা। এফআইআর দায়ের হওয়ার পর থেকেই উধাও হয়ে যায় মূল অভিযুক্ত, এক মন্দিরের পুরোহিত। তাকে বৃহস্পতিবার গভীর রাতে গ্রেফতার করল পুলিশ। ঘটনার পর থেকেই গা ঢাকা দেয় মহন্ত সত্যনারায়ণ।
তার সন্ধান পেতে পঞ্চাশ হাজার টাকা পুরস্কারও ঘোষণা করে পুলিশ। শেষপর্যন্ত জানা যায়, এক ভক্তের বাড়িতে লুকিয়ে রয়েছেন সত্যনারায়ণ। তাঁর গতিবিধি দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। তাঁরাই অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেন। একথা জানিয়েছেন জেলাশাসক কুমার প্রশান্ত।
তিনি বলেন, প্রায় মধ্যরাতে তাঁর কাছে খবর আসে, উঘাইটি থানার অন্তর্গত একটি গ্রামে এক ভক্তের বাড়িতে আত্মগোপন করে আছে মূল অভিযুক্ত। গত ৩ তারিখ এক অঙ্গনওয়াড়ি কর্মীকে গণধর্ষণের পর খুন করা হয় বদায়ুঁতে। মন্দিরে পুজো দিতে গিয়ে আর ফেরেননি তিনি।
গোপনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হয় লোহার রড। ভেঙে দেওয়া হয় পাঁজর। ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে সরব হওয়ার পাশাপাশি, মন্দিরের পুরোহিত ও তার অনুগামীদের বিরুদ্ধেই অভিযোগ আনে পরিবার।
প্রবল চাপ ও সমালোচনার মুখে উঘাইটি থানার ইন-চার্জকে সাসপেন্ড করে যোগী সরকার। নির্ভয়াকাণ্ডের পর ফের এমন পাশবিক নৃশংসতায় দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে।