স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ৭ জানুয়ারি।। তেলিয়ামুড়া খোয়াই সড়কে একটি যাত্রীবাহী অটো চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তাতে অটোর বেশ কয়েকজন যাত্রী আহত হন। সংবাদ সূত্রে জানা গেছে অটোরিকশাটি যাত্রী নিয়ে তেলিয়ামুড়া থেকে কল্যাণপুরে যাচ্ছিল। অতিরিক্ত যাত্রী বহন করে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ রক্ষা করতে পারেনি। অটোর গতিও ছিল অতিরিক্ত। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে অটোটি দুর্ঘটনাগ্রস্ত হয়।দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন এগিয়ে যান এবং আহতদের উদ্ধার করে কল্যাণ পুর হাসপাতালে নিয়ে যান।
এ ব্যাপারে কল্যাণপুর থানার পুলিশ একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।এদিকে দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার পাইখোলা এলাকায় দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে মারুতি গাড়ি দুটি দ্রুত বেগে যাচ্ছিল। পাইখোলা এলাকায় বাক নেওয়ার সময় দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ বাধে। তাতে গাড়ি দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে গাড়ির চালক এবং যাত্রীরা অক্ষত রয়েছেন। ঘটনার পর পর স্থানীয় লোকজন ছুটে এসে গাড়ি দুটি রাস্তা থেকে সরিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করেন।