স্টাফ রিপোর্টার, আগরতলা, ৮ জানুয়ারি।। এ.ডি নগর থানার অন্তর্গত দিন দয়াল আশ্রমপাড়া নিজ ঘর থেকে উদ্ধার এক যুবকের ঝুলন্ত মৃত দেহ। মৃত যুবকের নাম তাপস দাস। বয়স আনুমানিক ২৪ বছর। ঘটনার বিবরণে জানা যায় এক মাস পূর্বে তাপস দাস বিয়ে করেছিল। বিয়ের পর থেকে স্ত্রীকে নিয়ে এ.ডি নগর থানার অন্তর্গত দিন দয়াল আশ্রমপাড়া নিজ বাড়িতে থাকতো সে। বৃহস্পতিবার রাতে সে একটি সামাজিক অনুষ্ঠানে কেটারিং এর কাজে যায়।
গভীর রাতে কাজ থেকে বাড়িতে আসে। তখন সবকিছু স্বাভাবিক ছিল। কিন্তু ভোরে সে আচমকা স্ত্রীর সামনে ফাসি দেওয়ার জন্য উদ্যত হয়। তখন নিরুপায় হয়ে স্ত্রী পাড়া প্রতিবেশীদের ডাকতে যায়। পাড়া প্রতিবেশীদের সাথে নিয়ে এসে স্ত্রী দেখতে পায় স্বামী নিজ ঘরে ফাঁসিতে ঝুলছে। পড়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ ময়না তদন্তের জন্য নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।