রাজ্যে সৈনিক বিদ্যালয় স্থাপন নিয়ে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীর সাথে মুখ্যমন্ত্রীর আলোচনা

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৭ জানুয়ারি।। আজ নয়া দিল্লিতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-এর সাথে মিলিত হয়ে রাজ্যে সৈনিক বিদ্যালয় স্থাপনের ব্যাপারে আলোচনা করেন৷ মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীকে জানান যে, সৈনিক বিদ্যালয় স্থাপনের জন্য প’দশ অর্থ কমিশনে অর্থ বরাদ্দের জন্য অনুরোধ জানানো হয়েছে৷ কেন্দ্রীয় সরকারের অনুমোদন পেলেই রাজ্য সরকার সৈনিক বিদ্যালয় স্থাপনের কাজ শুরু করবে৷

অন্যদিকে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী ত্রিপুরাতে সীমান্ত সড়ক প্রকল্প সেতুক-এর কাজে সহায়তা ও সহযোগিতা করতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানালে মুখ্যমন্ত্রী সীমান্ত সড়ক সংস্থাকে (বি আর ও) এব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা দানের আশ্বাস দেন৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?