স্টাফ রিপোর্টার, কাঞ্চনপুর, ৭ জানুয়ারি।। উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুরের রবীন্দ্র নগরের কাঞ্চন ছড়া এলাকায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জাম যায় রাস্তার পাশে কিছুটা নিচু জায়গায় মৃতদেহটি পড়েছিল। স্থানীয় লোকজন রাস্তার পাশে বাইকটি পড়ে থাকতে দেখেন। তাতে মানুষের মনে সন্দেহ দেখা দেয়।তখন তারা খোঁজাখুঁজি করে লক্ষ করেন রাস্তার পাশে কিছুটা নিচু জায়গায় এক ব্যক্তির মৃতদেহ পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন কাঞ্চনপুর থানার পুলিশকে খবর দেন।খবর পেয়ে কাঞ্চনপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে কাঞ্চনপুর মহকুমা হাসপাতাল মর্গে পাঠায়।
সেখান থেকে বাইকটি উদ্ধার করেছে পুলিশ। এখনো পর্যন্ত মৃতদেহটি শনাক্ত করা যায়নি।অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের সংবাদে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।বাইক দূর্ঘটনায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে নাকি তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মৃতদেহটির রাস্তার পাশে ফেলে দেওয়া হয়েছে তা নিয়ে জনমনে কৌতুহলের সৃষ্টি হয়েছে। কাঞ্চনপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতদেহটি শনাক্তকরণের জন্য হাসপাতাল মর্গে মজুত রাখা হয়েছে।