স্টাফ রিপোর্টার, আগরতলা, ৭ জানুয়ারি।। রাজধানী আগরতলা শহরে আখাউড়া রোডের ড্রেইন থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার সকালে প্রাতঃভ্রমণ কারীরা যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন ড্রেনের মধ্যে মৃতদেহ পড়ে থাকতে দেখেন তারা। সাতসকালে এলাকায় ভিড় জমে যায়।ড্রেনের মধ্যে মৃতদেহটি পড়ে থাকতে দেখে প্রাতঃভ্রমণ কারীরা আগরতলা পশ্চিম থানার পুলিশকে খবর দেন। খবর পেয়ে পশ্চিম থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
প্রথমত মৃতদেহটি সনাক্ত করা না গেলেও পরবর্তী সময়ে পরিবারের লোকেরা মৃতদেহটি শনাক্ত করেছেন। মৃতের নাম বিজয় সূত্রধর। পেশায় গাড়িচালক।তবে বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকায় গাড়ি চালাতে পারতেন না।কিভাবে ড্রেনে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে সে সম্পর্কে অবশ্য ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের পর মৃত দেহটি পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়েছে। ড্রেনে পড়ে মৃত্যুর ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।এটি অস্বাভাবিক মৃত্যু না হত্যাকাণ্ডের ঘটনা ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই পুলিশ এ বিষয়ে নিশ্চিত হতে পারবে বলে জানানো হয়েছে।