স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ৭ জানুয়ারি।। ঊনকোটি জেলার কৈলাশহর মহিলা থানার পুলিশ বাইতুর বাজার থেকে নিখোঁজ সংখ্যালঘু যুবতীকে উদ্ধার করেছে। এই ঘটনায় জড়িত এখনো পর্যন্ত তিন জনকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। উল্লেখ্য গত ৩১ ডিসেম্বর পাইতুর বাজার থেকে এক সংখ্যালঘু যুবতীকে অপহরণ করেছিল।এ ব্যাপারে সংশ্লিষ্ট পরিবারের তরফ থেকে কৈলাশহর মহিলা থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়।যুবতী অপহরণের মামলা দায়ের হওয়ার পর থেকেই কৈলাশহর মহিলা থানার পুলিশ কোমর বেঁধে ময়দানে নামে। এ ব্যাপারে সবকটি থানাকে সতর্ক করা হয়।
অবশেষে পুলিশ অপহৃত যুবতীকে উদ্ধার করতে সক্ষম হয় এবং এ ঘটনায় জড়িত দুই যুবককে জালে তুলতে সক্ষম হয়। আটক দুই যুবককে জিজ্ঞাসাবাদ করে আরো এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ।তাদেরকে মনু বাজার থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।অভিযুক্ত তিন জনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে মামলার তদন্তকারী পুলিশ অফিসার জানিয়েছেন। অপহৃত যুবতীকে উদ্ধার এবং এই ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেপ্তারের ঘটনায় কৈলাশহর মহিলা থানার পুলিশের ভূমিকায় সন্তুষ্ট করেছেন সংশ্লিষ্ট পরিবারের লোকজন এবং এলাকাবাসী।