করোনার সংক্রমণ থেকে বাঁচতে পুরো বিমানটাই ভাড়া নিলেন ইনি

অনলাইন ডেস্ক, ৮ জানুয়ারি।। করোনার আতঙ্কের মাঝেই চোখ রাঙাচ্ছে নয়া স্ট্রেন। এই পরিস্থিতিতে সংক্রমণ থেকে বাঁচতে আস্ত একটা প্লেন ভাড়া করে ফেললেন ইন্দোনেশিয়ার জাকার্তার এক বাসিন্দা।

ইন্দোনেশিয়ার বাসিন্দা ওই ব্যক্তি একজন জনপ্রিয় সোশ্যালাইট। নাম রিচার্ড মুলজাদি। পেজ থ্রির পার্টিতে হামেশা দেখা যায় তাঁকে। তবে করোনার জন্য দীর্ঘদিন তিনি ঘরবন্দি। কিন্তু স্ত্রীকে নিয়ে জাকার্তা থেকে বালি যাওয়ার হঠাৎ ভীষণ দরকার পড়ে। বেগতিক দেখে গোটা বিমান বুক করে ফেলেন রিচার্ড। ইনস্টাগ্রামে নিজেই এ কথা জানান রিচার্ড।

রিচার্ড জানিয়েছেন, তিনি ও তাঁর স্ত্রী শ্যালভিনে চ্যাং সারাক্ষণ করোনা সংক্রমিত হওয়ার আশঙ্কা করছেন। ফাঁকা বিমানের ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘বিমানে আর কেউ ছিল না। অন্য যাত্রী থাকলে‌ আমরা সেই বিমানে উঠতামই না’। তাঁর দাবি, ‘যতগুলো সম্ভব সিট বুক করে ফেলেছি। তাতে একটা প্রাইভেট জেট ভাড়া করার থেকে তো সস্তা হল।’

অবশ্য রিচার্ড মুলজাদির গল্প সকলে বিশ্বাস করতে চাইছে না। লায়ন এয়ার গ্রুপের যে আইডি-৬৫০২ বিমানটির কথা উল্লেখ করেছেন রিচার্ড, সেটিতে তাঁরা কেবল দু’টি টিকিটই কেটেছিলেন বলে দাবি করেছে স্থানীয় একটি ভ্রমণ পত্রিকা। যদিও বিলাসবহুল জীবন যাত্রা এবং মুঠো মুঠো টাকা ওড়ানোর জন্যই পরিচিত রিচার্ড। তাই অনেকে তাঁর দাবি বিশ্বাস করে ফেলেছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?