স্টাফ রিপোর্টার, আগরতলা, ৭ জানুয়ারি।। কোভিড টিকাকরণের লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে সারা দেশের সাথে রাজ্য স্বাস্থ্যকর্মীদের শনাক্তকরণ করা হয়েছে। এই প্রস্তুতিপর্বের অঙ্গ হিসেবে রাজ্যের প্রতিটি জেলায় আগামী ৮ জানুয়ারি থেকে আয়োজিত হতে চলেছে কোভিড টিকার ড্রাই রান। বৃহস্পতিবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা ডাঃ সিদ্ধার্থ শিব জয়সবাল। তিনি জানান টিকাকরণের সমস্ত দিক ভালো করে খতিয়ে দেখার জন্য গত ২ জানুয়ারি পৃথক তিনটি স্বাস্থ্য কেন্দ্রে মকড্রিল সফল ভাবে সম্পন্ন করা হয়েছে। এবার আটটি জেলায় টিকাকরণের মহড়া আয়োজন করা হয়েছে।
সব জেলা মিলিয়ে মোট ১৫২ টি স্বাস্থ্য প্রতিষ্ঠান টিকাকরণের সেশন সাইট হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে পশ্চিম জেলায় রয়েছে ৩০ টি কেন্দ্র, সিপাহীজলা জেলায় ১৮ টি, দক্ষিণ জেলায় ২৬ টি, গোমতী জেলায় ১৭ টি, ঊনকোটি জেলায় ১৩ টি, খোয়াই জেলায় ৯ টি, উত্তর জেলায় ১৮ টি এবং ধলাই জেলায় ২১ টি। ১৫২ টি টিমকে কেন্দ্রগুলি দায়িত্ব দেওয়া হয়েছে। সমস্ত জেলাগুলিতে জেলা শাসকের নেতৃত্বে ডিস্ট্রিক্ট টাক্সফোর্স মিটিং করা হয়েছে। আগামী শুক্রবার মহড়ার রিপোর্ট তৈরি করে এন এইচ এম -এর রাজ্য দপ্তরে জমা করবে। এ রিপোর্ট কেন্দ্রীয় সরকারের হাতে তুলে দেওয়া হবে পর্যালোচনা করার জন্য। তিনি আরো বলেন, যদিও বাস্তবে সেদিন টিকা দেওয়া হবে না। কিন্তু সমস্ত প্রস্তুতি পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন তিনি।