স্টাফ রিপোর্টার, আগরতলা, ৭ জানুয়ারি।। বাংলাদেশের সাথে রাজ্যের ১৬০ মেগাওয়াট বিদ্যৎ বিক্রয়ের ৫ বছর মেয়াদী চুক্তির (পি এস এ) মেয়াদ আগামী ২০২১ সালের মার্চ মাসে শেষ হবে৷ বর্তমান শর্তাবলীর ভিত্তিতেই এই চুক্তি আরও পাঁচ বছর বাড়ানোর জন্য মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী (স্বাধীন দায়িত্ব) রাজকুমার সিং-কে অনুরোধ জানিয়েছেন৷ আজ নয়াদিল্লিতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কেন্দ্রীয় বিদ্যৎমন্ত্রী রাজকুমার সিং-এর সাথে দেখা করে এই অনুরোধ জানান৷ উল্লেখ্য, ইতিপূর্বে এ বিষয়ে মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রীকে চিঠি দিয়েছিলেন৷
আজ মুখ্যমন্ত্রী নয়াদিল্লিতে কেন্দ্রীয় বিদ্যৎ মন্ত্রীর সাথে এক সাক্ষাতে আবারও বাংলাদেশে বিদ্যৎ বিক্রয়ের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেন৷ উল্লেখ্য, ত্রিপুরা এতদিন যাবৎ চুক্তি অনুসারে এন টি পি সি বিদ্যৎ ব্যাপার নিগম লিমিটেডের (গটটগ) দ্দলত্ম্যমে ১৬০ মেগাওয়াট বিদ্যৎ বাংলাদেশে সরবরাহ করছে৷ সংশ্লিষ্ট সকলেরই এতে সন্তোষজনক অভি’তা রয়েছে৷ তাছাড়া বাংলাদেশ ছাড়া ত্রিপুরা থেকে হাই ভোল্টেজের এই পরিমাণ বিদ্যৎ ক্রেতা আর কেউ নেই৷ বাংলাদেশে বিদ্যৎ সরবরাহ থেকে অর্জিত অর্থ রাজ্যের মানুষের উপকারে আসছে৷ তাই ত্রিপুরার মানুষের স্বার্থেই মুখ্যমন্ত্রী এই চুক্তির মেয়াদ বাড়াবার জন্য কেন্দ্রীয় বিদ্যৎ মন্ত্রীকে অনুরোধ করেন৷