বার্ড ফ্লু নাকি অন্য ভাইরাস! মৃত্যুর কারণ নিশ্চিত করতে ময়নাতদন্ত মৃত কাকের

অনলাইন ডেস্ক, ৮ জানুয়ারি।। একটা, দুটো নয়, হাফ ডজনের বেশি কাকের মৃত্যু চিন্তা বাড়াল উত্তর প্রদেশের। করোনার মধ্যেই ফের একবার বার্ড ফ্লু-র আশঙ্কা। বুধবার উত্তর প্রদেশের সোনভদ্র থেকে উদ্ধার হয়েছে নয়টি কাকের মৃতদেহ। ওয়াকিবহাল মহলের মতে মধ্যপ্রদেশ, রাজস্থানে যেভাবে ইনফ্লুয়েঞ্জার প্রকোপ বাড়ছে, তার প্রভাবই সম্ভবত পড়ছে উত্তর প্রদেশেও।

সরকারি তরফে জানানো হয়েছে অত্যাধিক শীতের জন্যই কাকের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর জন্য ঠিক কোন কারণ দায়ী, তা পরিষ্কার করে জানতে সোনভদ্রের ডালা অঞ্চলে মৃত কাকগুলোর মধ্যে দুটি দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সোনভদ্রের সংশ্লিষ্ট সরকারি আধিকারিক এ কে শ্রীবাস্তব জানিয়েছেন মধ্য প্রদেশের ভোপালে মৃত কাকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তাঁর কথায়, শীতের জন্যই কাকের মৃত্যু হয়েছে। জেলায় বার্ড ফ্লুয়ের কোনও ঘটনা এখনও আমাদের নজরে আসেনি।

যদিও কেন্দ্রের তরফে কেরল, মধ্য প্রদেশ, রাজস্থান এবং হিমাচলের ১২টি স্থানকে বার্ড ফ্লুর উপকেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। পঞ্চকুলায় পোলট্রি ফার্মে অস্বাভাবিক মৃত্যুর কারণে হরিয়ানায় জারি করা হয়েছে লাল সতর্কতা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?