স্টাফ রিপোর্টার, আগরতলা, ৭ জানুয়ারি।। রাজধানী আগরতলা শহরের গান্ধী ঘাট এলাকায় বাইক চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়েছে এক কুখ্যাত বাইক চোর। স্থানীয় লোকজন বাইক চোরকে আটক করে উত্তম-মধ্যম দেন। উত্তেজিত জনতার গণপ্রহারে বাইক চোর আহত হয়।ঘটনার খবর পেয়ে পশ্চিম থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। আটক চোরকে স্থানীয় লোকজনরা পুলিশের হাতে তুলে দেন।
পশ্চিম থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে।জানা গেছে পুলিশ তাকে আটক করে নিয়ে আসার চেষ্টা করলে প্রচুর পকেট থেকে ছুরি বের করে এক পুলিশকর্মীকে আঘাত করে। তাকে ওই পুলিশকর্মী অল্পবিস্তর জখম হয়। সে একজন কুখ্যাত বাইক চোর বলে পুলিশ জানিয়েছে।উল্লেখ্য রাজধানী আগরতলা শহর ও শহরতলীর এলাকায় পুলিশের ব্যাপক তৎপরতা সত্বেও বাইক চোর চক্র সক্রিয় রয়েছে। বাইক চোরদের দৌরাতে্য সাধারণ মানুষ রীতিমতো আতঙ্কগ্রস্ত।